২ অগ্রহায়ণ

২ অগ্রহায়ণ বাংলা বর্ষপঞ্জি অনুসারে বছরের ২১৮ তম দিন। বছর শেষ হতে আরো ১৪৭ দিন (অধিবর্ষে ১৪৮ দিন) বাকি রয়েছে।

ইতিহাস

ঘটনাবলী

  • ১৩৮০ইং - ফ্রান্সের রাজা ষষ্ঠ জর্জ করমুক্তির ঘোষণা দেন।
  • ১৮০১ইং - নিউ ইয়র্ক ইভনিং পোস্টের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
  • ১৮২৪ইং - নিউ ইয়র্ক নগরীর ফিফথ এভিনিউ খুলে দেওয়া হয়।
  • ১৮৬৯ইং - পোর্ট সৈয়দে সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে নৌ চলাচলের জন্য উন্মুক্ত হয়।
  • ১৯০৫ইং - স্বদেশি আন্দোলনের অণুপ্রেরণায় সরকারি বিদ্যাচর্চা বর্জন আন্দোলনের প্রেক্ষাপটে আশতোষ চৌধুরীর সভাপতিত্বে ‘ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন’ স্থাপিত হয়।
  • ১৯২৩ইং - অস্বাভাবিক মুদ্রাস্ফীতির পর জার্মানিতে নতুন মুদ্রাব্যবস্থা চালু হয়।
  • ১৯৪৫ইং - ভিয়েতনামে ফ্রান্সের সেনাদের হামলা শুরুর মধ্য দিয়ে দেশটির জনগণের দীর্ঘ ও রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম শুরু হয়।
  • ১৯৪৬ইং - বিশ্বে প্রথমবারের মত কৃত্রিমভাবে বৃষ্টিপাত সৃষ্টি করা হয়।
  • ১৯৯৩ইং - জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে কাশ্মীরে ৩২ দিনের অচলাবস্থার অবসান ঘটে।

জন্ম

মৃত্যু

  • ১৮১২ইং -জন ওয়ালটার, ‘দ্য টাইমস’ পত্রিকার প্রতিষ্ঠাতা।
  • ১৯৩৪ইং -আয়াতুল্লাহিল উজমা আব্দুল করিম হায়েরি ইয়াযদি, বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ ও ফকীহ।
  • ১৯৮৬ইং - বিধায়ক ভট্টাচার্য, নাট্যকার।
  • ২০১২ইং- সুভাষ দত্ত, বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা।

ছুটি এবং অন্যান্য

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!