মাঘ

মাঘ
মাঘ মাসে শীতের কুয়াশাচ্ছন্ন সকাল
বর্ষপঞ্জিবাংলা বর্ষপঞ্জি
মাসের ক্রম১০
দিনের সংখ্যা
  • ৩০ (বাংলাদেশ)
  • ২৯/৩০ (ভারত)
ঋতুশীত
গ্রেগরীয় সমতুল্যজানুয়ারি-ফেব্রুয়ারি
গুরুত্বপূর্ণ দিবসমাঘী পূর্ণিমা

মাঘ বাংলা সনের দশম মাস। বাংলা মাঘ নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। পৌষ এবং মাঘ এই ২ মাস মিলে শীত কাল। শীতের সমাপ্তি। সিজারীয় বর্ষপঞ্জী অনুযায়ী জানুয়ারি মাসের মধ্য ভাগ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মাঘ মাসের ব্যাপ্তি। সাধারণতঃ ৩০ দিনে মাঘ মাস গণনা করা হয়। মাঘ মাসের শেষভাগে কখনো কখনো বৃষ্টি হয়ে থাকে। প্রবাদ আছে "মাঘের শীতে বাঘ পালায়"। এ মাসের আমের মুকুল আসে। খনার বচনে রয়েছে, "যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পূণ্যি দেশ"।[] মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উদ্‌যাপন করা হয়। ১১ মাঘ ব্রাহ্ম সমাজের মাঘোৎসব। বহু কবিতায় মাঘ মাস একটি বিষয় হিসাবে উপস্থাপিত।

তথ্যসূত্র

  1. ‌‌আকাদেমী বিদ্যার্থী বাংলা অভিধান, ১৯৯৯, পৃঃ ৬৬৭

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!