বিধায়ক ভট্টাচার্য |
---|
জন্ম | বগলারঞ্জন ভট্টাচার্য ৭ ফেব্রুয়ারি ১৯০৭
|
---|
মৃত্যু | ১৫ নভেম্বর ১৯৮৬
|
---|
নাগরিকত্ব | ভারত |
---|
পেশা | সাহিত্যিক |
---|
উল্লেখযোগ্য কর্ম | মেঘমুক্তি |
---|
পুরস্কার | পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত নৃত্য নাটক ও দৃশ্যকলা আকাডেমির পুরস্কার (১৯৮৬) |
---|
বিধায়ক ভট্টাচার্য (৭ ফেব্রুয়ারি ১৯০৭ – ১৫ নভেম্বর ১৯৮৬)[১] হলেন ভারতের একজন প্রখ্যাত নাট্যকার, সাহিত্যিক ও সাংবাদিক। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম দিককার মঞ্চ অভিনেতা ও নাট্যকারদের অন্যতম। তিনি একাধিক চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।[২] তিনি শান্তিনিকেতনে শিক্ষকতা করেছেন এবং রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন।[১]
জন্ম ও পারিবারিক পরিচিতি
বিধায়ক ভট্টাচার্য ১৯০৭ সালের ৭ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সীর (বর্তমানে ভারতে) মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম হরিচরণ ভট্টাচার্য ও মাতার নাম সত্যবতী।[৩]
রচনাবলী
তার রচিত নাটকের মধ্যে রয়েছেঃ[১]
- মেঘমুক্তি (১৯৩৮),
- মাটির ঘর (১৯৩৯),
- বিশ বছর আগে (১৯৪০),[৪]
- রক্তের ডাক (১৯৪১),
- তুমি ও আমি (১৯৪১),[৪]
- চিরন্তনী (১৯৪২),[৪]
- রাজপথ (১৯৪৯),
- খবর বলছি (১৯৫০),[৪]
- ক্ষুধা (১৯৫৬),
- এন্টনি কবিয়াল (১৯৬৬),
- নটী বিনোদিনী (১৯৬৯),
- খেলাঘর,
- তাহার নামটি রঞ্জনা,
- উজান যাত্রা,
- কান্না হাসির পালা।
- যুগাবতার রামকৃষ্ণ(১৩৬২)
- বাংলার বিবেক
- জাগরে ধীরে
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ