১৫ নভেম্বর
১৫ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১৯তম (অধিবর্ষে ৩২০তম) দিন। বছর শেষ হতে আরো ৪৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
- ১৬২১ - উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে।
- ১৭৯১ - আমেরিকায় প্রথম ক্যাথলিক কলেজ প্রতিষ্ঠিত হয়।
- ১৭৯৫ - লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।
- ১৮০৬ - আমেরিকায় প্রথম কলেজ ম্যাগাজিন প্রকাশিত হয়।
- ১৮৩০ - প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।
- ১৮৩৭ - আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশিত হয়।
- ১৮৫৯ - প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।
- ১৮৬২ - বাংলাদেশ ভূখণ্ডে প্রথম রেলপথ চালু করে ব্রিটিশ সরকার
- ১৮৮৯ - ব্রাজিল গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়।
- ১৯০৪ - জিলেট ব্লেড প্যাটেন্ট করেন সি জিলেট।
- ১৯১৩ - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ।
- ১৯২০ - জেনেভায় প্রথম লীগ অব নেশন্সের সভা হয়।
- ১৯২৪ - কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
- ১৯২৬ - রেডিও এনবিসি’র সম্প্রচার শুরু ২৪টি কেন্দ্র থেকে।
- ১৯৩২ - ওয়াল্ট ডিজনি আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩৫ - ফিলিপিন কমনওয়েলথের উদ্বোধন হয়।
- ১৯৮১ - বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিচারপতি আবদুস সাত্তার বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ১৯৮৩ - তুর্কি অধিকৃত সাইপ্রাসের স্বাধীনতা ঘোষণা করা হয়।
- ১৯৮৪ - জার্মানীর রাজধানী বার্লিনে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ গুলোকে ভাগ-বণ্টন করা নিয়ে একটি সম্মেলন হয়েছিল। ইতিহাসে এই সম্মেলনটি বার্লিন সম্মেলন নামে পরিচিত।
- ১৯৮৮ - পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা ঘোষণা দেন।
- ১৯৯৭ - মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি) ঢাকায় সেবাদান কার্যক্রম শুরু করে।
- ২০০০ - ভারতের ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়।
জন্ম
- ১৬৭০ - বার্নার্ড ম্যান্ডেভিল, অ্যাংলো-ডাচ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ এবং ব্যাঙ্গ রচয়িতা।
- ১৭৩৮ - উইলিয়াম হার্শেল, জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার। (মৃ. ১৮২২)
- ১৮৬২ - গেরহার্ট হাউপ্টমান, জার্মান লেখক, কবি, নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার। (মৃ. ১৯৪৬)
- ১৮৭৪ - আগস্ট ক্রোগ, ডেনিশ প্রাণিবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৪৯)
- ১৮৭৫ - বিরসা মুন্ডা, ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক।(মৃ. ১৯০০)
- ১৮৯১ - পশুপতি ভট্টাচার্য, খ্যাতনামা চিকিৎসক ও সাংবাদিক।(মৃ.২৭/০১/১৯৭৮)
- ১৮৯৬ - রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশী সমাজসেবক এবং দানবীর ব্যক্তিত্ব। (মৃ. ১৯৭১)
- ১৯০৭ - ক্লজ ফন স্টফেনবার্গ, জার্মান সামরিক কর্মকর্তা।
- ১৯২৫ - ইয়ুলি ড্যানিয়েল, রাশিয়ান কবি ও লেখক।
- ১৯২৯ - এড অ্যাসনার, মার্কিন অভিনেতা, গায়ক ও প্রযোজক।
- ১৯৩৬ - এইচ. বি. বেইলি - মার্কিন রেসিং কার ড্রাইভার। (মৃ. ২০০৩)
- ১৯৪০ - স্যাম ওয়াটারস্টন, মার্কিন অভিনেতা।
- ১৯৪৫ - মুফতি ফজলুল হক আমিনী বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞ।
- ১৯৫৪ - বারী সিদ্দিকী, বাংলাদেশের ফোক গায়ক এবং বংশীবাদক। (মৃ. ২০১৭)
- ১৯৫৯ - টিবর ফিসার, ইংরেজ লেখক।
- ১৯৬৭ - চূর্ণী গাঙ্গুলি, বাঙালি ভারতীয় অভিনেত্রী
- ১৯৬৮ - মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব (জ. ১৯৬৮)
- ১৯৮২ - কালু উছে, নাইজেরিয়ান ফুটবল।
- ১৯৮৬ - সানিয়া মির্জা, ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড়।
- ১৯৯১ - শাইলিন উডলি, মার্কিন অভিনেত্রী।
- ১৯৯৩ - পাওলো দিবালা, আর্জেন্টিনীয় ফুটবলার।
- ১৯৯৫ - সুস্মিতা চট্টোপাধ্যায়, বাঙালি ভারতীয় অভিনেত্রী
মৃত্যু
- ১৬২৯ - বেথলেন গ্যাবর, হাঙ্গেরির রাজা।
- ১৬৩০ - জোহান্নেস কেপলার, জার্মান গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী॥
- ১৮৫৬ - মধুসূদন গুপ্ত, প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালি চিকিৎসক। (জ.১৮০০)
- ১৯১৬ - হেনরিক সিয়েনকিয়েভিচ, নোবেলজয়ী পোলিশ ঔপন্যাসিক।
- ১৯১৯ - আলফ্রেড ভের্নের, নোবেলজয়ী সুইস রসায়নবিদ।
- ১৯২৩ - পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক-সম্পাদক। (জ. ১৮৬৬)
- ১৯৫৯ - চার্লস উইলসন, পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী।
- ১৯৭০ - কালীপদ পাঠক, প্রখ্যাত বাঙালি টপ্পাগায়ক। (জ. ১৮৯০)
- ১৯৮১ - এনিড মারকেয়, মার্কিন অভিনেত্রী।
- ১৯৮৬ - মুহাম্মাদ তাকি মোদাররেস রাজাভি, ইরানের আলেম, গবেষক ও সাহিত্যিক।
- ১৯৮৭ - শ্যামল মিত্র, ভারতীয় বাঙালি গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী। (জ. ১৯২৯)
- ২০০১ - শ্রীস্বপন কুমার, শ্রীভৃগু, ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত গোয়েন্দা কাহিনীকার, জ্যোতিষী ও ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডে।(জ.১৯২৭)
- ২০০৫ - আরটো সাল্মিনেন, ফিনিশ সাংবাদিক ও লেখক।
- ২০২০ - সৌমিত্র চট্টোপাধ্যায়, দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কিংবদন্তি ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, আবৃত্তিকার। (জ. ১৯/০১/১৯৩৫)
- ২০২১ - বাংলাদেশী সাহিত্যিক হাসান আজিজুল হক।(জ. ০২/০২/১৯৩৯)
- ২০২৪ - আশীষ খান দেবশর্মা,ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ও সরোদ বাদক। (জ.১৯৩৯)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ১৫ নভেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
|
|