২১ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭২তম (অধিবর্ষে ১৭৩তম) দিন। বছর শেষ হতে আরো ১৯৩ দিন বাকি রয়েছে।
এ দিন সূর্য কর্কটক্রান্তি রেখায় খাড়াভাবে কিরণ দেয়। ফলে এ দিনে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত।