কালীপদ পাঠক

কালীপদ পাঠক (ইংরেজি: Kalipada Pathak) (  ১৮৯০  - ১৫ নভেম্বর , ১৯৭০ ) একজন প্রখ্যাত  বাঙালি টপ্পাগায়ক এবং ধ্রুপদী গানের অন্যতম শিল্পী ।  []

সংক্ষিপ্ত জীবনী

কালীপদ পাঠকের  জন্ম ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের  হুগলি জেলার রাজহাটিতে। পারিবারিক সূত্রে তাঁর জন্ম তারিখ হল ১৮৯১ খ্রিস্টাব্দের ১৯ মার্চ। তাঁদের পরিবারে গানবাজনার বিশেষ চর্চা ছিল না, কিন্তু বাল্যকাল থেকেই তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন।  গোবিন্দচন্দ্র নাগের কাছে তিনি প্রথাগতভাবে সঙ্গীত শিক্ষা নেন এবং পরবর্তীকালে বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত সঙ্গীত সাধক রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের শিষ্যত্ব গ্রহণ করেন। এঁদের দুজনের কারণেই তিনি ধ্রুপদ আয়ত্ত করেন। উত্তর ভারতের বিখ্যাত টপ্পা গায়ক ওস্তাদ রমজান খাঁর কাছে শোরি মিঞার টপ্পারীতি শিক্ষা নেন। এছাড়া তিনি হাওড়া শিবপুরের দুজন বিখ্যাত টপ্পাশিল্পী নিকুঞ্জ বিহারী দত্ত ও ফণিশঙ্কর মুখোপাধ্যায়ের শিষ্যত্ব গ্রহণ করে টপ্পা, টপখেয়াল, পুরাতনী গান তথা শ্যামাসঙ্গীতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। কৃষ্ণকামিনী দাসী নামের এক গায়িকা তাঁকে পুত্র স্নেহে অনেক গান শেখান। যাত্রা গায়ক হিসাবে সংগীত জীবন শুরু করে তাঁর খ্যাতি বিস্তৃত হয় টপ্পা গায়ক ও ধ্রুপদী সঙ্গীত শিল্পী হিসাবে মূলত তাঁর উদাত্ত সুমধুর কণ্ঠস্বর ও স্পষ্ট উচ্চারণের অপরূপ গায়কির কারণে। শোরি মিঞার ও নিধুবাবুর টপ্পা ছাড়াও তিনি বহু অপ্রচলিত টপ্পা সংগ্রহ করেন। কালীপদ পাঠকের টপ্পা গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয় ১৯৩১ খ্রিস্টাব্দের জুলাই মাসে গ্রামোফোন কোম্পানির উদ্যোগে। গান দুটি হল - ‘আমার প্রেম রাখা দায় হল’ আর ‘আমাকে কাঁদায়ে যদি যাও’। তাঁর কণ্ঠে যে গানগুলি অপূর্ব কলাকৃতি সৃষ্টি করত সে গুলি হল -

  • ‘কে তোমারে শিখায়েছে প্রেম ছলনা’
  • ‘তোমারই তুলনা তুমি এ মহীমণ্ডলে’
  • ‘ভালোবাসিবে বলে ভালোবাসিনে’
  • ‘মনোহর নয়ন তোমার’
  • ‘কি করে কলঙ্ক যদি’
  • ‘যে যাতনা যাতনায়’

এরূপ প্রায় ৩৩ টি গান পশ্চিমবঙ্গ সঙ্গীত নাটক একাডেমি সংরক্ষণ করছেন। কালীপদ পাঠক পরবর্তীকালে টপ্পা, ধ্রুপদী ও পুরাতনী গানের শিক্ষা দিয়ে গেছেন অনেককে। এঁদের মধ্যে অন্যতম হলেন - চণ্ডীদাস মাল, রামকুমার চট্টোপাধ্যায়, গোপাল চট্টোপাধ্যায়, দিলীপ মুখোপাধ্যায় প্রমুখ শিল্পীরা।  রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ও বঙ্গ সংস্কৃতি সম্মেলন কর্তৃক তিনি পুরস্কৃত ও সম্মানিত হন। কালীপদ পাঠক ১৯৭০ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর প্রয়াত হন। 

তথ্যসূত্র

  1.   সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট  ২০১৬ পৃষ্ঠা ১৩০, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!