১ জুলাই
১ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮২তম (অধিবর্ষে ১৮৩তম) দিন। বছর শেষ হতে আরো ১৮৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
- ১৮৩৫ - উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষাবিষয়ক রিপোর্ট (অ্যাডাম রিপোর্ট) পেশ করা হয়।
- ১৮৪৭ - মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে।
- ১৮৬২ - ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়।
- ১৮৬২ - রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।
- ১৮৬৩ - আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু হয়।
- ১৮৬৭ - কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৮৭৯ - অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু হয়।
- ১৯০৬ - কানাড়া ব্যাঙ্ক ভারতের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়।
- ১৯০৮ - আন্তর্জাতিক আতান্তর সংকেত এসওএস চালু হয়।
- ১৯২১ - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ১৯২১ - কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়।
- ১৯২১ - নদীয়ার বড়জাগুলী তে জমিদার গোপাল সিংহের হাত ধরে বড়জাগুলী গোপাল একাডেমি স্কুল প্রতিষ্ঠা হয় , এটি নদীয়া জেলার সবচেয়ে প্রাচীন উচ্চ বিদ্যালয় ।
- ১৯২৯ - স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয়।
- ১৯৪৭ - ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস করা হয়।
- ১৯৫৫ - ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়া তথা ভারতীয় স্টেট ব্যাংক নামে পরিচিত হয়।
- ১৯৬০ - ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৬২ - আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে।
- ১৯৬৬ - কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।
- ১৯৬৭ - কানাডা প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯১ - বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু হয়।
- ১৯৯৭ - ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান- সায়েন্স সিটি কলকাতা এর উদ্বোধন হয়।
- ২০০২ - নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু।
- ২০১৬ - বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরায় আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট) কর্তৃক আক্রমণ হয়।
- ২০১৭ - ভারতে পরোক্ষ কর পণ্য-পরিষেবা কর পদ্ধতি চালু হয়।
- ২০২৪ - ভারতে ২০২৩ সালের তিনটি নতুন ফৌজদারি আইন (ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম) লাগু হয়।
জন্ম
- ১৪৮১ - দ্বিতীয় ক্রিটিয়ান, ডেনমার্কের রাজা।
- ১৫০৬ - দ্বিতীয় লুইস, হাঙ্গেরির রাজা।
- ১৫৩৪ - দ্বিতীয় ফ্রেডেরিক, ডেনমার্ক রাজা।
- ১৬৪৬ - গট্ফ্রিড লিবনিত্স, জার্মান দার্শনিক ও গণিতবিদ।
- ১৮০৪ - জর্জ সান্ড, ফরাসি লেখক ও নাট্যকার।
- ১৮১৮ - ইগনাৎস জেমেলভাইস, হাঙ্গেরীয় চিকিৎসক ও হাত ধোয়া ব্যবস্থার প্রবর্তক। (মৃ. ১৮৬৫)
- ১৮৭২ - লুই ব্লেরিওট, ফরাসি পাইলট ও প্রকৌশলী।
- ১৮৭৯ - লিওন জউহাউক্স, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা।
- ১৮৮০ - অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় কর্মী, যুগান্তর দলের তহবিল গঠনে ভারপ্রাপ্ত ছিলেন।(মৃ.০৪/০৯/১৯৫৭)
- ১৮৮২ - ভারতরত্ন বিধানচন্দ্র রায়, চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।(মৃ.০১/০৭/১৯৬২)
- ১৮৯৯ - চার্লস লটন, ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৬২)
- ১৯০২ - উইলিয়াম ওয়াইলার, একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৮১)
- ১৯০৩ - আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।
- ১৯০৭ - আতাউর রহমান খান, বিশিষ্ট রাজনীতিক, পার্লামেন্টারিয়ান।
- ১৯১৮ - আহমেদ দিদাত, দক্ষিণ আফ্রিকার লেখক ও ধর্মবেত্ত্বা এবং ভারতীয় বংশদ্ভুত জনবক্তা ও তার্কিক। (মৃ. ২০০৫)
- ১৯২৩ - হাবীবুর রহমান, বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক।
- ১৯২৪ - অ্যান্টনি রামালেট্স, স্প্যানিশ ফুটবলার (মৃ. ২০১৩)
- ১৯২৬ - রবার্ট ফোগেল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ।
- ১৯২৮ - মীর কাশেম খান, একুশে পদক বিজয়ী বাঙালি সেতারবাদক, সুরকার ও সঙ্গীত পরিচালক। (মৃ. ১৯৮৪)
- ১৯২৯ - জেরাল্ড এডেলম্যান, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক।
- ১৯৩০ - মুস্তফা আক্কাদ, সিরীয়-আমেরিকান পরিচালক ও প্রযোজক।
- ১৯৩২-
- ১৯৩৮ - হরিপ্রসাদ চৌরাসিয়া, বিখ্যাত ভারতীয় বাঁশী বাদক।
- ১৯৪০ - সৈয়দ আব্দুল হাদী, বাংলাদেশি সঙ্গীত শিল্পী।
- ১৯৪১ - অ্যালফ্রেড গুডম্যান গিলম্যান, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ।
- ১৯৪৭ - আবদুল কুদ্দুস মাখন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।
- ১৯৪৮ - ডলি আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৫৩ - লরেন্স গঞ্জি, মল্টিয় আইনজীবী, রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী।
- ১৯৫৩ - জাডরানকা কসর, ক্রোয়েশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৯ম প্রধানমন্ত্রী।
- ১৯৫৫ - লি কেকিয়াং, চীনের অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
- ১৯৬১ -
- ১৯৬৮ - ওস্তাদ রশিদ খান, রামপুর ঘরানার হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী।
- ১৯৭৬ - রুড ভ্যান নিস্টেল্রয়ি, ওলন্দাজ ফুটবলার।
- ১৯৮৬ - আগনেজ মো, ইন্দোনেশীয় গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
- ২০০১ - চুজেন জেকবস, আমেরিকান বিনোদনকারী।
মৃত্যু
- ১২৪২ - চাগাতাই খান, মঙ্গোল শাসক।
- ১২৭৭ - বাইবার্স, মিশরীয় সুলতান। (জ. ১২২৩)
- ১৭৮৪ - উইলহেম ফ্রিয়ডেমন ব্যাচ, জার্মান অর্গানবাদক ও সুরকার।
- ১৮৩৯ - দ্বিতীয় মাহমুদ, উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান। (জ. ১৭৮৫)
- ১৮৯৬ - হ্যারিয়েট বিচার স্টো, মার্কিন লেখিকা এবং দাসপ্রথা বিলোপ আন্দোলনের সক্রিয় কর্মী। (জ. ১৮১১)
- ১৯৬২ - ভারতরত্ন বিধানচন্দ্র রায়, ভারতীয় চিকিৎসক, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। (জ. ১৮৮২)
- ১৯৬৫ - ওয়ালি হ্যামন্ড, ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার এবং অধিনায়ক। (জ. ১৯০৩)
- ১৯৭১ - উইলিয়াম লরেন্স ব্র্যাগ, অস্ট্রেলীয় বংশোদ্ভুত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। (জ.৩১/০৩/১৮৯০)
- ১৯৭১ - লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট খেলোয়াড়, আইনজীবী ও রাজনীতিবিদ। (জ. ১৯০১)
- ১৯৭৪ - হুয়ান পেরোন, আর্জেন্টিনা ররাষ্ট্রপতি। (জ. ১৮৯৫)
- ১৯৯৬ - মার্গো হেমিংওয়ে, মার্কিন ফ্যাশন মডেল ও অভিনেত্রী। (জ. ১৯৫৪)
- ১৯৯৭ - রবার্ট মিচাম, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। (জ. ১৯১৭)
- ১৯৯৯ - সিলভিয়া সিডনি, মার্কিন অভিনেত্রী। (জ. ১৯১০)
- ২০০০ - ওয়াল্টার ম্যাথাউ, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। (জ. ১৯২০)
- ২০০১ - নিকোলাই গেন্নাদিয়েভিচ বাসভ, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
- ২০০৪ - মার্লোন ব্রান্ডো, অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (জ. ১৯২৪)
- ২০০৪ - পিটার বার্নেস, ইংরেজ লেখক।
- ২০০৬ - ফ্রেড ট্রুম্যান, ইংরেজ ক্রিকেটার, লেখক এবং ধারাভাষ্যকার। (জ. ১৯৩১)
- ২০০৬ - রয়ুটারো হাশিমটো, জাপানি রাজনীতিবিদ ও ৫৩ তম প্রধানমন্ত্রী।
- ২০০৯ - কার্ল মালডেন, মার্কিন অভিনেতা। (জ. ১৯১২)
- ২০১৫ - নিকোলাস ওয়িন্টন, ইংরেজ লেফটেন্যান্ট ও মানবিক।
- ২০২০ - লতিফুর রহমান, বাংলাদেশি শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান। (জ. ১৯৪৫)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ১ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।
|
|