স্বপ্না মুখোপাধ্যায় (স্বপ্না মুখার্জী) |
---|
২০১৭ সালে মুম্বইয়ের ‘কুবে’ অনুষ্ঠানের প্রারম্ভে স্বপ্না মুখোপাধ্যায় |
|
জন্ম | ১৯৭৫ (বয়স ৪৯–৫০) |
---|
ধরন | বলিউডের সঙ্গীত এবং আঞ্চলিক চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীতশিল্পী |
---|
পেশা | সঙ্গীতশিল্পী |
---|
বাদ্যযন্ত্র | কন্ঠ্য |
---|
কার্যকাল | ১৯৮৬–২০০৯ |
---|
স্বপ্না মুখোপাধ্যায় (স্বপ্না মুখার্জী) হলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী যিনি ত্রিদেব (১৯৮৯) চলচ্চিত্রের "তিরচি টুপি ওয়ালে" গানের জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন।[১][২]
কর্মজীবন
১৯৮৬ সালে সঙ্গীত পরিচালক কল্যাণজী-আনন্দজী তাঁকে জানবাজ চলচ্চিত্রের জন্য তিনটি গান গাওয়ার সুযোগ দিয়েছিলেন, সেখান থেকেই তিনি নিজের সঙ্গীত-কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৮৯ সালে কল্যাণজী-আনন্দজী ত্রিদেব সিনেমার জন্য "তিরচি টুপি ওয়ালে" গানের জন্য তাঁকে বেছে নিয়েছিলেন যার ফলে তাঁর জীবনের প্রথম যুগান্তকারী ঘটনা ঘটেছিল। গানটি ওই বছর বিশাল জনপ্রিয়তা পেয়েছিল।
তিনি নাদিম-শ্রাবণ, রামলক্ষ্মণ, যতীন ললিত, আনন্দ-মিলিন্দ, বিজু শাহ, বাপ্পি লাহিড়ী, লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল, চন্নী সিং, রাজেশ রোশন, আনু মালিক, এ আর রহমানের মতো সঙ্গীত পরিচালক এবং কিশোর কুমার, কুমার শানু, এসপি বালাসুব্রহ্মণ্যম, উদিত নারায়ণ, অভিজিৎ ভট্টাচার্য, মোহাম্মদ আজিজ, বিনোদ রাঠোড়, সুদেশ ভোঁসলে, সোনু নিগম, বাবুল সুপ্রিয়, লাকি আলী, অলকা যাজ্ঞিক, কবিতা কৃষ্ণমূর্তি, সাধনা সরগম ও অমিত কুমারের মতো সঙ্গীতশিল্পীদের সাথে কাজ করেছেন।[৩][৪]
পুরস্কার
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
১৯৫৯–১৯৮০ | |
---|
১৯৮১–২০০০ | |
---|
২০০১–বর্তমান | |
---|