এই পাতায় সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্রে (এসডিএসসি-শার) উৎক্ষেপণকে তালিকা আকারে প্রদর্শিত করা হয়েছে। এটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র। এটি ভারতের চেন্নাই শহরের ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটায় অবস্থিত। এর আদি নাম শ্রীহরিকোটা রেঞ্জ (শার)[১] এবং ২০০২ সালে ইসরোর প্রাক্তন সভাপতি সতীশ ধওয়ানের নামানুসারে এটির নাম পরিবর্তিত হয়েছিল।
জুলাই ২০২৩-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্রে মোট ৬৩১টি উৎক্ষেপণ হয়েছে, যার মধ্যে ৯০টি উৎক্ষেপক যানের উৎক্ষেপণ, ৫৩৮টি সাউন্ডিং রকেট উৎক্ষেপণ, এবং ৩টি পরীক্ষামূলক উৎক্ষেপণ। উৎক্ষেপক যানের ৮৯টি উৎক্ষেপণের মধ্যে ৭৪টি উৎক্ষেপণ সফল, ৫টি আংশিক ব্যর্থ,[ক] ও ১০টি ব্যর্থ।
এখানকার সমস্ত পরিসংখ্যান সরকারি পরিসংখ্যান[২] ও নিচের তালিকার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
নিচের স্তম্ভচিত্রগুলিতে কেবল উৎক্ষেপক যানের উৎক্ষেপণের পরিসংখ্যান দেওয়া হয়েছে। সাউন্ডিং রকেটের উৎক্ষেপণের জন্য নিচে আলাদা স্তম্ভচিত্র দেওয়া হয়েছে।
This centre was originally named SHAR (an acronym for Sriharikota Range – mistakenly referred to as Sriharikota High Altitude Range by some people) by Sarabhai. SHAR in Sanskrit also means arrow, symbolic of the nature of activity and that seems to be the significance of the acronym.