শতকোটিপতি বা বিলিয়নেয়ার (ইংরেজি: billionaire) বলতে সেই ব্যক্তিকে বোঝায় যার মোট সম্পত্তি কোনো নির্দিষ্ট মুদ্রায় কমপক্ষে এক শতকোটি (১,০০,০০,০০,০০০) বা শর্ট স্কেল পদ্ধতিতে এক বিলিয়ন (১,০০০,০০০,০০০)। এই নিবন্ধে মার্কিন ডলারে শতকোটিপতিদের সংখ্যা অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে কোনো দেশের শতকোটিপতিদের সংখ্যা উৎসভেদে ভিন্ন হওয়ায় বিভিন্ন উৎসে উক্ত সংখ্যা দেওয়া হয়েছে।