লেওমাডিয়া (ইংরেজি: Laomedeia, /ˌleɪoʊməˈdiːə/) বা নেপচুন ১২ (ইংরেজি: Neptune XII) হল নেপচুন গ্রহের একতি অগ্রমুখী অনিয়মিত প্রাকৃতিক উপগ্রহ। ২০০২ সালের ১৩ অগস্ট ম্যাথিউ জে. হোলম্যান ও অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীদের একতি দল এই উপগ্রহটি আবিষ্কার করেন।[৬] ২০০৭ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এটির নামকরণের আগে এটি পরিচিত ছিল এস/২০০২ এন ৩ (ইংরেজি: S/2002 N 3)। লেওমাডিয়া প্রায় ২৩,৫৭১,০০০ কিলোমিটার দূর থেকে নেপচুনকে প্রদক্ষিণ করছে এবং এর ব্যাস প্রায় ৪২ কিলোমিটার (অ্যালবেডোর আনুমানিক পরিমাপ ০.০৪)।[৫] গ্রিক পুরাণের ৫০ জন নিরিডের অন্যতম লেওমাডিয়ার নামানুসারে এই উপগ্রহটির নামকরণ করা হয়েছে।