রাফায়েল আলকান্তারা দো নাসিমেন্তো (জন্মঃ১২ মার্চ ১৯৯৩) যিনি রাফিনিয়া নামে পরিচিত, একজন পেশাদার ফুটবলার যিনি স্পেনের লা লিগার দল বার্সেলোনা এবং ব্রাজিল জাতীয় দল এর হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন।
২০০৬ সালে ১৩ বছর বয়সে রাফিনিয়া বার্সেলোনার যুব প্রশিক্ষণ কেন্দ্র লা মাসিয়ায় যোগ দেন। ২০১১ সালে তিনি বার্সেলোনা বি দলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ০৯ নভেম্বর ২০১১ তার বার্সেলোনা দলে অভিষেক হয়। ২০১৩-১৪ মৌসুম তিনি সেল্টা ভিগোতে ধারে কাটান। ২০১৪ সালে তাকে বার্সেলোনা মূল দলে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৮ সালের জানুয়ারিতে বার্সেলোনা তাকে জুন ২০১৮ পর্যন্ত ধারে খেলতে ইতালির ক্লাব ইন্তারনাজিওনালেতে পাঠায়।
খেলোয়াড়ি জীবনের প্রথম দিকে তিনি স্পেন অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন। পরবর্তীতে তিনি দল পরিবর্তন করেন ও ২০১৩ সালে তিনি ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেন। তিনি ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলেও খেলেছেন। ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর কোস্টা রিকার বিপক্ষে তার ব্রাজিল জাতীয় দল এ অভিষেক হয়।
রাফিনিয়ার বড় ভাই থিয়াগো আলকান্তারা বর্তমানে স্পেন জাতীয় দল ও বায়ার্ন মিউনিখ এর হয়ে খেলছেন।