* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।
২০০৭–০৮ মৌসুমে, সেনেগালীয় ক্লাব দিয়াম্বার্সের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; দিয়াম্বার্সের হয়ে মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর ২০০৮–০৯ মৌসুমে তিনি প্রথমে ফরাসি ক্লাব লিল বি-এ এবং পরবর্তীকালে লিলে যোগদান করেছেন। লিলের হয়ে তার দ্বিতীয় মৌসুমে তিনি রুদি গার্সিয়ার অধীনে ২০১০–১১ লিগ ১-এর শিরোপা জয়লাভ করেছেন। লিলে ছয় মৌসুম অতিবাহিত করার পর প্রায় ৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব অ্যাস্টন ভিলার সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ৩৮ ম্যাচে ১টি গোল করেছেন। পরবর্তীকালে, তিনি এভার্টনের হয়ে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি প্রায় ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এভার্টন হতে ফরাসি ক্লাব পারি সাঁ-জেরমাঁ যোগদান করেছেন।
২০১২ সালে, গেয়ে সেনেগাল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সেনেগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। সেনেগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে সেনেগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সেনেগালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮০ ম্যাচে ৫টি গোল করেছেন। তিনি সেনেগালের হয়ে ২০১৮ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
ইদ্রিসা গানা গেয়ে ১৯৮৯ সালের ২৬শে সেপ্টেম্বর তারিখে সেনেগালেরডাকারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
গেয়ে সেনেগাল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে সেনেগালের প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ সালের ২৬শে জুলাই তারিখে তিনি ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকেগ্রেট ব্রিটেন অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে সেনেগাল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২][৩][৪] গেয়ে সেনেগালে অনুষ্ঠিত ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০১২ সালের জুলাই মাসে প্রকাশিত সেনেগাল অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছিলেন;[৫][৬][৭] যেখানে তিনি মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।[৮]
২০১১ সালের ১১ই নভেম্বর তারিখে, ২২ বছর, ১ মাস ও ১৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী গেয়ে গিনির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সেনেগালের হয়ে অভিষেক করেছেন।[৯] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড়দেমে এনদিয়ায়ের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[১০] ম্যাচে তিনি ৬ নম্বর জার্সি পরিধান করে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ম্যাচটি সেনেগাল ৪–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১১] সেনেগালের হয়ে অভিষেকের বছরে গেয়ে সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৫ বছর, ৬ মাস ও ২৯ দিন পর, সেনেগালের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[১২] ২০১৭ সালের ৯ই জুন তারিখে, বিষুবীয় গিনির বিরুদ্ধে ম্যাচের ৯০তম মিনিটে সেনেগালের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[১৩][১৪] ২০১৯ সালের ১৬ই জুন তারিখে, প্রীতি ম্যাচেনাইজেরিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে তিনি সেনেগালের হয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেছেন,[১৫] ম্যাচটি সেনেগাল ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল,[১৬] যেখানে তিনি ৯০ মিনিট খেলেছিলেন।[১৭]
গেয়ে রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য আলিউ সিসের অধীনে ঘোষিত সেনেগাল দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন।[১৮][১৯][২০] ১৯শে জুন তারিখে, তিনি পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের ১ম ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে ফিফা বিশ্বকাপে অভিষেক করেছেন।[২১][২২][২৩] এই আসরে তার দল গ্রুপ পর্ব শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল, যেখানে তিনি ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।[২৪]