ক্লেইনভেল্টকে ২০১২ সালের জানুয়ারীতে শ্রীলংকায় খেলতে ওয়ানডে স্কোয়াড নাম ঘোষণা করা হয়। কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে কোন খেলাতে অংশগ্রহণ করতে পারেননি। দুই মাস পরে তিনি মারিজুনায় ইতিবাচক বলে বিবেচিত হন এবং অবিলম্বে কোবরাসের টি২০ প্রচারণা থেকে বাদ পড়েন।
সবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র ম্যাচের মাধ্যমে ২০১২ সালের ৯ নভেম্বরে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়।