মৌলভীবাজার-১ |
---|
|
|
জেলা | মৌলভীবাজার জেলা |
---|
বিভাগ | সিলেট বিভাগ |
---|
মোট ভোটার | - ৩,১৫,৬৩৯ (ডিসেম্বর ২০২৩)[১]
- পুরুষ ভোটার: ১,৬০,১৬১
- নারী ভোটার: ১,৫৫,৪৭৭
- হিজড়া ভোটার: ১
|
---|
|
সৃষ্ট | ১৯৮৪ |
---|
বর্তমান সাংসদ | পদশূন্য |
---|
|
মৌলভীবাজার-১ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মৌলভীবাজার জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩৫নং আসন। ২০২৪ সালের অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করার পর থেকে এই আসনে কোনো সংসদ সদস্য নেই।[২]
সীমানা
মৌলভীবাজার-১ আসনটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা ও বড়লেখা উপজেলা নিয়ে গঠিত।[৩]
ইতিহাস
১৯৮৪ সালে মৌলভীবাজার-১ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল।
২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
২০০০-এর দশকে নির্বাচন
১৯৯০-এর দশকে নির্বাচন
তথ্যসূত্র
বহিঃসংযোগ