ভোলা-২ |
---|
|
|
জেলা | ভোলা জেলা |
---|
বিভাগ | বরিশাল বিভাগ |
---|
মোট ভোটার | - ৩,৬৫,৪৪৫ (ডিসেম্বর ২০২৩)[১]
- পুরুষ ভোটার: ১,৯০,২৬৬
- নারী ভোটার: ১,৭৫,১৭৭
- হিজড়া ভোটার: ২
|
---|
|
সৃষ্ট | ১৯৮৪ |
---|
|
ভোলা-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ভোলা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১৬নং আসন।
সীমানা
ভোলা-২ আসনটি ভোলা জেলার দৌলতখান উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
২০০০-এর দশকে নির্বাচন
১৯৯০-এর দশকে নির্বাচন
১৯৯১ সালের নির্বাচনে তোফায়েল আহমেদ ভোলা-১ ও ভোলা-২ আসনের নির্বাচনে দাড়ান। নির্বাচনে তিনি উভয় আসনে জয় লাভ করলে, তিনি ভোলা-১ আসনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। ফলে ভোলা ২ আসনে উপ-নির্বাচনের প্রয়োজন পড়ে।[৯] ১৯৯১-এর উপ-নির্বাচনে বিএনপির মোশাররফ হোসেন শাহজাহান নির্বাচিত হন।[১০]
তথ্যসূত্র
বহিঃসংযোগ