মালদ্বীপ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে মালদ্বীপ -এর প্রতিনিধিত্ব করে। যদিও তারা ২০০১ সালের পূর্বে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল -এর অনুমোদিত সদস্য ছিল না,[ ১] কিন্তু তারা ১৯৯৬ সালে প্রবেশের পর থেকে প্রতিটি এসিসি ট্রফিতে অংশ নেয়। তবে তারা কখনই টুর্নামেন্টের প্রথম রাউন্ড অতিক্রম করতে পারে নি।
এসিসি ট্রফি এলিট ও চ্যালেঞ্জ এই দুটি বিভাগে বিভক্ত হয়ে গেলে ২০০৬ এসিসি ট্রফির পারফরম্যান্সের ভিত্তিতে মালদ্বীপ চ্যালেঞ্জ বিভাগে অংশ নেয়। ২০০৯ সালে তারা ৩য় হয় এবং ২০১০ সালে সৌদি আরবকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এটি তাদের প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট বিজয়।[ ২]
টুর্নামেন্ট ইতিহাস
এসিসি ট্রফি
রেকর্ড এবং পরিসংখ্যান
এসিসি টুর্নামেন্টের পরিসংখ্যান থেকে প্রাপ্ত।
সর্বোচ্চ রানকারী
আফজাল ফাইয - ৯৩ চীন , পিটিআই স্কুল, চিয়াং মাই , ১৭ জানুয়ারি ২০০৯
শাহফ্রাজ জালীল- ৭৯ চীন , পিটিআই স্কুল, চিয়াং মাই ,, ১৭ জানুয়ারি ২০০৯
আব্দুল্লাহ শহীদ - ৭৭ বনাম কাতার থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে, ব্যাংকক , ৯ ডিসেম্বর ২০১০
আব্দুল্লাহ শহীদ - ৫৭বনাম বাহরাইন ইন্ডিয়ান এসোসিয়েশন গ্রাউন্ড, সিঙ্গাপুর, ৮ জুন ২০১৪
মোহাম্মদ রিশওয়ান - ৫৪* বনাম ভুটান এ আইসিসি একাডেমি মাঠ#১ , দুবাই , ৪ অক্টোবর ২০১২
সেরা বোলিং ফিগার
ইসমাইল নিহাদ - ৬/১০ বনাম চীন , পিটিআই স্কুল, চিয়াং মাই , ১৭ জানুয়ারি ২০০৯
আব্দুল্লাহ শহীদ - ৫/১৫ বনাম ব্রুনাই , ২০১০ পিটিআই স্কুল, চিয়াং মাই , ৪ ডিসেম্বর ২০১০
মোহাম্মদ মাহফুজ - ৪/৬ বনাম ইরান , পিটিআই স্কুল, চিয়াং মাই , ১৪ জানুয়ারি ২০০৯
মোহাম্মদ মাহফুজ - ৪/৮ বনাম চীন , জিমখানা ক্লাব, চিয়াং মাই , ৫ ডিসেম্বর ২০১০
আব্দুল্লাহ শহীদ - ৪/১৩ বনাম থাইল্যান্ড , জিমখানা ক্লাব, চিয়াং মাই , ২১ জানুয়ারি ২০০৯
বর্তমান স্কোয়াড
নিম্নের তালিকায় ২০১৪ এশিয়ান গেমসে অংশ নেয়া মালদ্বীপের ১৫ জন খেলোয়াড়ের নাম রয়েছে:
আহমেদ ফয়েজ (অ )
ইসমাইল আলী
মোহাম্মদ আযম
আবদুল ঘানি
মিহুসান হামিদ
আহমেদ হাসান
হাসান ইব্রাহিম
শাফরাজ জালীল (উই )
ইব্রাহিম নাশাথ
আদম নাফিস
নিশাম নাসির
মোহাম্মদ রিশওয়ান (উই )
মোহাম্মদ সাফী
লীম শাফীগ
আব্দুল্লা শহীদ
তথ্যসূত্র
বহিঃসংযোগ
পূর্ণ সদস্য (১২) আইসিসি সহযোগী সদস্য (৯৪)
শুধু ওডিআই অন্যান্য সহযোগী সদস্য
প্রাক্তন সদস্য (৬) সদস্য নয় ১ উত্তর আয়ারল্যান্ড এবং
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের জাতীয় দল হচ্ছে
আয়ারল্যান্ড ।
২ ওয়েলস এবং
ইংল্যান্ডের জাতীয় দল হচ্ছে
ইংল্যান্ড ।
৩ গায়ানা, জ্যামাইকা,
ত্রিনিদাদ ও টোবাগো , বার্বাডোস,
অ্যান্টিগা ও বারবুডা , অ্যানগুইলা, ডমিনিকা, গ্রেনাডা, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন, সিন্ট মার্টেন, মন্টসেরাট, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া,
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং
মার্কিন যুক্তরাষ্ট্র ভার্জিন দ্বীপপুঞ্জের জাতীয় দল হচ্ছে
ওয়েস্ট ইন্ডিজ ।