জার্মানি তাদের প্রথম টুয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে ২০১৯ এর মে মাসে, যখন দলটি বেলজিয়ামের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজ খেলতে যায় এবং পরবর্তীতে একই মাসে নেদারল্যান্ডস-এ অনুষ্ঠতি ইতালির বিপরীতে ২ ম্যাচের একটি সিরিজ খেলাতে যায়।[১০] এই খেলাগুলো পরবর্তীতে দলের জন্য প্রস্তুতি হিসাবে কাজে আসে। যার ফলে টি২০ বিশ্বকাপ ইউরোপীয় বাছাইপর্বের ফাইনালে রানার আপ হয়ে দ্বিতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতার শেষ দিনের খেলায় জার্সি গ্রুপ বিজয়ী হয়ে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে নেয়, যদিও জার্মানি পূর্বের খেলায় জার্সিকে পরাজিত হয়, তবু নেট রান রেট এর কারণে এগিয়ে যায়।[১১]
ইতিহাস
জার্মানি আইসিসির নথিভুক্ত বা অধিভুক্ত সদস্য পদ পায় ১৯৯১ সালে।[৪] পশ্চিম জার্মানি হিসেবে দলটি তাদের প্রথম আন্তর্জাতিকে অভিষেক ঘটায় ১৯৮৯ সালে, ডেনমার্কের বিপরীতে ২ ম্যাচের একটি সিরিজে। দলটির আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিষেক হয় ১৯৯০ সালে গার্নসিতে অনুষ্ঠিত "ইউরোপীয়ান ক্রিকেট কাপ"।[৬] তারা ইউরোপীয় ক্রিকেট কাউন্সিলের একটি প্রতিযোগিতার আয়জন করে ১৯৯৬ সাল (যা পরবর্তীতে ইউরোপীয়ান ন্যাশন কাপ নামে পরিচিত ছিল।) তারা ফ্রান্স, পর্তুগাল, এবং সুইডেন সাথেও খেল।[১২] এবং ১৯৯৭ এর ফাইনালে রানার আপ হয়ে প্রতিযোগিতা শেষ করে। ফাইনালে ফ্রান্সের সাথে ১ রানের ব্যবধানে হেরে যায়। বিজয়ী রানটি সংগ্রহ করে ডেভিড বোরডেস, যার মাথার খুলিতে প্রচণ্ডরকমের আঘাতপ্রাপ্ত (স্কার্ল ফ্রাক্চার) ছিলেন।[১৩]
১৯৯৮ সালে জার্মান দলটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মত প্রতিযোগিতায় আসে এবং সপ্তম স্থান নিয়ে বিদায় হয়ে যায়।[১৪] পরবর্তী বছরেই আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে[৪] এবং ২০০০ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ খেলে রানার আপ হয়।[১৫]