মারিয়া বাকালভা

মারিয়া বাকালভা
Мария Бакалова
২০২১ সালে বাকালভা
জন্ম
মারিয়া ভালচেভা বাকালভা

(1996-06-04) ৪ জুন ১৯৯৬ (বয়স ২৮)
মাতৃশিক্ষায়তনন্যাশনাল অ্যাকাডেমি ফর থিয়েটার অ্যান্ড ফিল্ম আর্টস (বিএ)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১৭-বর্তমান

মারিয়া ভালচেভা বাকালভা[] (/bəˈkɑːlɒvə/ bə-KAH-lo-və;[] জন্ম: ৪ জুন ১৯৯৬) একজন বুলগেরীয় অভিনেত্রী। তিনি একটি ক্রিটিকস চয়েস পুরস্কার জয় এবং একটি একাডেমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার, একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়নসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন ও মনোনয়ন পেয়েছেন।

বুর্গাসে জন্মগ্রহণকারী ও বেড়ে ওঠা বাকালভা সফিয়ার ন্যাশনাল অ্যাকাডেমি ফর থিয়েটার অ্যান্ড ফিল্ম আর্টসে অধ্যয়নকালীন বুলগেরীয় চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তাকে ট্রান্সগ্রেশন (২০১৭), দ্য ফাদার (২০১৯), লাস্ট কল (২০২০), ও উইমেন ডু ক্রাই (২০২১) চলচ্চিত্রে নাট্যধর্মী চরিত্রে দেখা যায়। বাকালভা ২০২০ সালের ব্যঙ্গ প্রামাণ্যচিত্র বোরাত সাবসিকোয়েন্ট মুভিফিল্ম-এ তুতার সাগদিয়েভ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং এই কাজের জন্য তিনি প্রথম বুলগেরীয় অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এরপর তিনি হাস্যরসাত্মক দ্য বাবল (২০২২), বডিজ বডিজ বডিজ (২০২২), নাট্যধর্মী ফেয়ারিল্যান্ড (২০২৩) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

মারিয়া ভালচেভা বাকালভা[] ১৯৯৬ সালের ৪ঠা জুন বুর্গাসে জন্মগ্রহণ করেন। তার মাতা রুমিয়ানা বাকালভা ও পিতা ভালচো বাকালভা।[][] তিনি ছয় বছর বয়স থেকে গান গাওয়া ও বাঁশি বাজানোর তালিম নেওয়া শুরু করেন। ১২ বছর বয়সে তিনি বুর্গাসের ন্যাশনাল স্কুল অব মিউজিক অ্যান্ড স্টেজ আর্টসে অভিনয়ের ক্লাসে ভর্তি হন, সেখানে তার প্রধান পাঠ্যবিষয় ছিল নাট্যকলা এবং দ্বিতীয় প্রধান পাঠ্যবিষয় ছিল বাঁশি বাজানো। তিনি বলেন, "আমি খুবই নিয়মনিষ্ঠ ছিলাম। আমি অনেক বই পড়তাম। আমি ১৫, ১৬ বছর বয়সে দস্তয়েভ্‌স্কিতে আসক্ত ছিলাম।"[][]

কৌশোরে বাকালভা সাহিত্যের প্রতি আকৃষ্ট হন, বিশেষ করে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, হোর্হে লুইস বোর্হেস, ও মিখাইল বুলগাকফ। তিনি দ্য হান্ট চলচ্চিত্র দেখার পর চলচ্চিত্র অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার অনুপ্রেরণা পান এবং চলচ্চিত্র নির্মাতা টমাস ভিন্টারবার্গকে তার অন্যতম প্রভাববিস্তারকারী হিসেবে উল্লেখ করেন এবং তার কর্মজীবনে সুজ্যানা বিয়ার, পেদ্রো আলমোদোবার, পাওলো সররেন্তিনোঅ্যান্ড্রেয়া আর্নল্ডদেরও প্রভাব রয়েছে।[][]

কর্মজীবন

বাকালভা ২০২০ সালে ব্যঙ্গ প্রামাণ্যচিত্র বোরাত সাবসিকোয়েন্ট মুভিফিল্ম-এ সাশা ব্যারন কোহেন অভিনীত কাল্পনিক কাজাখ প্রতিবেদক বোরাত সাগদিয়েভের কন্যা তুতার সাগদিয়েভ চরিত্রে অভিনয় করেন।[] যদিও শুরুতে ইরিনা নোভাক নামে তাকে কৃতিত্ব দেওয়া হয়, পরবর্তীকালে বিভিন্ন প্রতিবেদনে তার সংশ্লিষ্টতার কথা জানা যায়।[] অডিশন চলাকালীন তাকে লন্ডনে ফিরে যেতে হয়েছিল, কারণ এই কাজটিতে তাকে মানব পাচারের অংশ হিসেবে জড়িত থাকার সম্পৃক্ততার সন্দেহ জাগে।[১০][১১] সমালোচকেরা তার অভিনয়ের প্রশংশা করেন, এবং কয়েকজন তার অভিনয়কে এই বছরের সেরা কাজ বলে উল্লেখ করেন। আইজিএন-এর ম্যাট ফাউলার বলেন, "চলচ্চিত্রটির চমৎকার আবিষ্কার হলেন মারিয়া বাকালভা, যিনি প্রতি ক্ষেত্রে সাশা ব্যারন কোহেনের পর্দা সমতুল্য, যাকে ও যা নিয়ে অধিকাংশ লোক কথা বলবে।"[১২] লস অ্যাঞ্জেলেস টাইমস-এর চলচ্চিত্র সমালোচক জাস্টিন চ্যাং তার অভিনয় প্রসঙ্গে বলেন, "অসাধারণ" এবং তার চরিত্রের সফর ছিল "মর্মস্পর্শী"।[১৩] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সমালোচনামূলক পুরস্কার লাভ করেন।[১৪] তিনি প্রথম বুলগেরীয় অভিনেত্রী হিসেবে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার,[১৫] বাফটা পুরস্কার,[১৬] স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার[১৭]সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৮]

পাদটীকা

  1. এই ব্যক্তির নাম বুলগেরীয়: Мария Вълчева Бакалова এর ক্ষেত্রে বুলগেরীয় আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আ-ধ্ব-ব: [mɐˈrijɐ ˈvɤɫt͡ʃɛvɐ bɐˈkaɫovɐ] অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

  1. "Мария Бакалова: Ако знаете бащиното ми име, ще направите връзката"24 Chasa (বুলগেরিয় ভাষায়)। ২৪ নভেম্বর ২০২১। ৩০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২ 
  2. বার্জাকভা, তিওদোরা (২৩ অক্টোবর ২০২০)। "Коя е Мария Бакалова. Или следващата най-известна българка в света"রেডিও ফ্রি ইউরোপ (বুলগেরিয় ভাষায়)। ৫ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৩ 
  3. নাথান, সারা; মিলিচ, হ্যানা (২৪ এপ্রিল ২০২১)। "The wild story of how Oscar nominee Maria Bakalova got her 'Borat' role"পেজ সিক্স। ১৯ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৩ 
  4. ইৎজকফ, ডেভ (১১ নভেম্বর ২০২০)। "Meet Maria Bakalova, the Breakout Star of the Borat Sequel"দ্য নিউ ইয়র্ক টাইমস। ১১ আগস্ট ২০২২ তারিখে মূলসীমিত পরীক্ষা সাপেক্ষে বিনামূল্যে প্রবেশাধিকার, সাধারণত সদস্যতা প্রয়োজন থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৩ 
  5. অ্যান্ড্রিভা, নেলি (২ ফেব্রুয়ারি ২০২১)। "Maria Bakalova's Journey From Burgas to 'Borat' & Living the Dream She'd Given Up"ডেডলাইন হলিউড। ২৫ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৩ 
  6. হোয়াইট, অ্যাডাম (১৪ সেপ্টেম্বর ২০২২)। "Maria Bakalova: 'I don't know if Rudy Giuliani would even see Bodies Bodies Bodies…'"দি ইন্ডিপেন্ডেন্ট। ২৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  7. সাদ, নার্ডিন (২৩ অক্টোবর ২০২০)। "Meet Maria Bakalova, the 'Borat' star in that Giuliani scene"লস অ্যাঞ্জেলেস টাইমস। ১৫ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  8. রোসেন, ক্রিস্টোফার (২১ অক্টোবর ২০২০)। "Who Plays Borat's Daughter in Borat 2? Introducing Maria Bakalova"ভ্যানিটি ফেয়ার। ১৫ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  9. শ্যাফার, ক্লেয়ার (১৭ নভেম্বর ২০২০)। "Maria Bakalova Talks About That Rudy Giuliani Scene in 'Borat' Sequel"রোলিং স্টোন। ২৯ আগস্ট ২০২২ তারিখে মূলসীমিত পরীক্ষা সাপেক্ষে বিনামূল্যে প্রবেশাধিকার, সাধারণত সদস্যতা প্রয়োজন থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  10. বিশপ ২০২২, পৃ. ৫০।
  11. ফাউলার, ম্যাট (২২ অক্টোবর ২০২০)। "Borat Subsequent Moviefilm Review"আইজিএন। ৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  12. চ্যাং, জাস্টিন (২১ অক্টোবর ২০২০)। "Review: Sacha Baron Cohen takes on Trump and coronavirus in clever, scattershot 'Borat' sequel"লস অ্যাঞ্জেলেস টাইমস। ২৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  13. "Critics Choice Awards 2021: See the full list of winners"সিএনএন। ৩ মার্চ ২০২১। ১৪ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  14. শোর্ড, ক্যাথরিন (১৫ মার্চ ২০২১)। "Oscars 2021: two female directors and nine actors of colour nominated in historic year"দ্য গার্ডিয়ান। ২৬ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  15. "2021 EE British Academy Film Awards: The Nominations"ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। ৯ মার্চ ২০২১। ২৮ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  16. গোন্সালেস, স্যান্ড্রা (৪ এপ্রিল ২০২১)। "SAG Awards: See the full list of winners"সিএনএন। ১৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  17. ওয়েল্ক, ব্রায়ান (৩ ফেব্রুয়ারি ২০২১)। "Maria Bakalova Blacked Out With Excitement Over Being First Bulgarian Golden Globes Nominee"দ্যর‍্যাপ। ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!