ভারতীয় তথ্য প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, গুয়াহাটি(Indian Institute of Information Technology,Guwahati বা IIIT-G) হল আসামের গুয়াহাটিতে অবস্থিত একটি ভারতীয় তথ্য প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান। এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি ভারত সরকার দ্বারা সরকারি-ব্যক্তিগত অংশীদ্বারত্বে (PPP-mode)[৩] প্রতিষ্ঠা করা হয়েছে।
ভারতীয় তথ্য প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, গুয়াহাটি কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল পাঠক্রম (Computer Science and Engineering) এবং অণুবিদ্যুৎ ও দূরসংযোগ পাঠক্রমের (Electronics and Communication Engineering) প্রযুক্তিবিদ্যার স্নাতক (B.Tech) ডিগ্রী প্রদান করে।[৪] উপর্যুক্ত সকল বিভাগে ভর্তি সংযুক্ত প্রবেশিকা পরীক্ষা-মুখ্য (JEE-MAIN) দ্বারা করা হয়।[৫]
২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রযুক্তিবিদ্যার স্নাতক অথবা স্নাতকোত্তর (B.Tech বা M.Tech) সম্পূর্ণ করা শিক্ষার্থীকে গবেষণামূলক ডক্টরেট পর্যায়ের কার্যসূচীতে অংশগ্রহণের সুবিধা দিচ্ছে।[৬]
|ইউআরএল=