বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বর্তমান প্রস্তাবিত নাম জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় )হলো বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি জামালপুর জেলায় অবস্থিত এবং এটি ময়মনসিংহ বিভাগের প্রথম 'বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'।[১][২] বিশ্ববিদ্যালয়টি ২০১৭ খ্রিষ্টাব্দে স্থাপিত হয় এবং এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে নামাঙ্কিত।বিশ্ববিদ্যালয়টি জামালপুর জেলা শহর থেকে ১১ কিলোমিটার দূরে মালঞ্চ বাজারের উপকণ্ঠে অবস্থিত। ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ সড়কের পাশে অবস্থিত। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে নামকরণ করা হবে শীঘ্রই এই প্রত্যাশায় শিক্ষার্থী শিক্ষকরা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নতুন নাম ব্যবহার শুরু করেছেন শিক্ষার্থীরা।
ইতিহাস
তৎকালীন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম (এম.পি.) জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন করেন। এর প্রেক্ষিতে ৩০ জানুয়ারি ২০১৭ তারিখে নিয়মিত মন্ত্রিসভায় জামালপুর জেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতি পাশ হয়, যেটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।[৩] একই দিনে নেত্রকোনায় আরেকটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠার জন্য অনুমোদন দেয়া হয়। এরপর ২০ নভেম্বর ২০১৭, মহান জাতীয় সংসদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০১৭ সর্বসম্মতিক্রমে ও কণ্ঠভোটে পাশ করা হয়।
২৮শে নভেম্বর ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়টি গেজেটভুক্ত হয়। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীকালে মাননীয় প্রধানমন্ত্রীর এক বিশেষ আদেশবলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাৎস্য বিজ্ঞান অনুষদ হিসেবে আত্ত্বীকরণ করা হয়। প্রায় ৫ কোটি টাকা খরচে অত্যাধুনিক সুবিশাল ক্যাম্পাস এর প্রকল্প নকশা প্রণীত হয়েছে এবং দ্রুত ১৭০০ কোটি টাকা ব্যয়ে এর মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হবে যা একনেক সভায় অনুমোদন এর অপেক্ষায়। ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নতুন আঙ্গিকে বিশ্ববিদ্যালয় ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়।
বর্তমান অবস্থা
সকল ক্ষেত্রে ক্রমাগত উন্নতির পথে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( জাবিপ্রবি ) । একাডেমিক, হল, পরিবহন সহ যাবতীয় বিষয়ে বর্তমান উপাচার্য শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিয়ে দ্রুত বিশ্ববিদ্যালয়কে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো অবস্থায় আনার অভিপ্রায় ব্যক্ত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন
উপাচার্যগণ
নিম্নোক্ত ব্যক্তিবর্গ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন: