মোহাম্মদ রোকনুজ্জামান

অধ্যাপক ড.
মোহাম্মদ রোকনুজ্জামান
তৃতীয় উপাচার্য
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৭ অক্টোবর ২০২৪
পূর্বসূরীকামরুল আলম খান
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
গেন্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়াম
বিলেফেল্ড বিশ্ববিদ্যালয়, জার্মানি
জায়েন বিশ্ববিদ্যালয়, স্পেন
এভোরা বিশ্ববিদ্যালয়, পর্তুগাল
ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি, জাপান
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

মোহাম্মদ রোকনুজ্জামান একজন বাংলাদেশী মৎস্যবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) বর্তমান উপাচার্য।[]

শিক্ষাজীবন

রোকনুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ১৯৯৮ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৯৯ সালে মৎস্যবিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে তিনি ইরাসমাস মুন্ডুস স্কলার হিসেবে বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়, জার্মানির বিলেফেল্ড বিশ্ববিদ্যালয়, স্পেনের জায়েন বিশ্ববিদ্যালয় এবং পর্তুগালের এভোরা বিশ্ববিদ্যালয় থেকে যৌথভাবে এমএস ডিগ্রি লাভ করেন। ২০১৪ সালে তিনি জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পরিবেশগত ঝুঁকি-সহ টেকসই জীবনযাপনের উপর স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন এবং ২০১৬ সালে পরিবেশবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে ২০১৭ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।[]

কর্মজীবন

মোহাম্মদ রোকনুজ্জামান ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পর্যায়ক্রমে ২০০৬ সালে তিনি সহকারী অধ্যাপক, ২০১২ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৩০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[] তিনি ২০২৪ সালের ২১ অক্টোবর জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন[] এবং ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[]

তথ্যসূত্র

  1. "বশেফমুবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক রোকনুজ্জামান"জাগোনিউজ২৪.কম। ২১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৪ 
  2. "ড. মোহাম্মদ রোকনুজ্জামানের জীবনবৃত্তান্ত" (পিডিএফ)ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৪ 
  3. "বশেফমুবিপ্রবির নতুন ভিসি রোকনুজ্জামান"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৪ 
  4. "বশেফমুবিপ্রবির উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান"চ্যানেল২৪। ২৮ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!