Share to: share facebook share twitter share wa share telegram print page

ফ্রান্সিস্কো এভানিলসন দে লিমা বারবোসা

এভানিলসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্রান্সিস্কো এভানিলসন দে লিমা বারবোসা
জন্ম (1999-10-06) ৬ অক্টোবর ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান ফোর্তালেজা, ব্রাজিল
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
পোর্তু
জার্সি নম্বর ৩০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৪৬, ১১ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ফ্রান্সিস্কো এভানিলসন দে লিমা বারবোসা (পর্তুগিজ: Evanilson; জন্ম: ৬ অক্টোবর ১৯৯৯; এভানিলসন নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগালের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমেইরা লিগার ক্লাব পোর্তুর হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২০ সালে, এভানিলসন ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

ফ্রান্সিস্কো এভানিলসন দে লিমা বারবোসা ১৯৯৯ সালের ৬ই অক্টোবর তারিখে ব্রাজিলের ফোর্তালেজায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

এভানিলসন ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০২০ সালের ১৪ই নভেম্বর তারিখে তিনি দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।[]

তথ্যসূত্র

  1. "Evanilson"fcporto.pt। ১৩ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২ 
  2. https://www.transfermarkt.us/spiel/index/spielbericht/3485505
  3. "Evanilson"besoccer.com। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২ 

বহিঃসংযোগ

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya