রাফায়েল|
পূর্ণ নাম |
রাফায়েল পিরেস মোন্তেইরো[১] |
---|
জন্ম |
(1989-06-23) ২৩ জুন ১৯৮৯ (বয়স ৩৫) |
---|
জন্ম স্থান |
করোনেল ফাব্রিসিয়ানো, ব্রাজিল |
---|
উচ্চতা |
১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) |
---|
মাঠে অবস্থান |
গোলরক্ষক |
---|
|
বর্তমান দল |
সাও পাওলো |
---|
জার্সি নম্বর |
২৩ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৪৯, ১০ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
রাফায়েল পিরেস মোন্তেইরো (পর্তুগিজ: Rafael; জন্ম: ২৩ জুন ১৯৮৯; রাফায়েল নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ব্রাজিলীয় ক্লাব সাও পাওলোর হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[২]
২০০৯ সালে, রাফায়েল ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
রাফায়েল পিরেস মোন্তেইরো ১৯৮৯ সালের ২৩শে জুন তারিখে ব্রাজিলের করোনেল ফাব্রিসিয়ানোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
রাফায়েল ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৯ সালে তিনি ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ১৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ