পূর্ব আফ্রিকা ক্রিকেট দল

পূর্ব আফ্রিকা ক্রিকেট দল
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাসাবেক সদস্য (১৯৬৬-১৯৮৯)
আইসিসি অঞ্চলআফ্রিকা
বিশ্ব ক্রিকেট লিগপ্রযোজ্য নয়
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক১৩ সেপ্টেম্বর, ১৯৫৮; বনাম সাউথ আফ্রিকান নন-ইউরোপিয়ান্স, নাইরোবি, কেনিয়া
২০ অক্টোবর, ২০১৪ অনুযায়ী

পূর্ব আফ্রিকা ক্রিকেট দল কেনিয়া, উগান্ডা, তাঞ্জানিয়াজাম্বিয়া দেশের খেলোয়াড়দের সম্মিলিত অংশগ্রহণে প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল। ১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপে দলটি অংশগ্রহণ করেছিল। এছাড়াও, ১৯৭৯, ১৯৮২১৯৮৬ সালের আইসিসি ট্রফিতেও দলটি অংশগ্রহণ করে।

ইতিহাস

১৯৫৮ সালে সাউথ আফ্রিকান নন-ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রথম খেলায় অংশ নেয়। বাসিল ডি’অলিভিয়েরা নামীয় একজন অ-ইউরোপীয় দক্ষিণ আফ্রিকান দলের নেতৃত্ব দিয়েছিলেন।[] দক্ষিণ আফ্রিকা কেনিয়া সফরে এসে দু'টি খেলায় জয়লাভ করেছিল; তন্মধ্যে পূর্ব আফ্রিকা ক্রিকেট দলের বিপক্ষের জয়ও এর অন্তর্ভুক্ত ছিল।[]

১৯৬৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত পূর্ব আফ্রিকা দল আইসিসি’র সহযোগী সদস্য রাষ্ট্রের মর্যাদা পায়।[] পূর্ব আফ্রিকা দলের অন্যতম শক্তিশালী অংশরূপে দীর্ঘদিন ধরেই কেনিয়ার সুনাম রয়েছে।[] কিন্তু, ১৯৮২[] ও ১৯৮৬[] সালে কেনিয়া জাতীয় ক্রিকেট দল এককভাবে অংশগ্রহণ করলে পূর্ব আফ্রিকা দল মূলতঃ উগান্ডা/তাঞ্জানিয়া/জাম্বিয়া দলে পরিণত হয়। পরবর্তীকালে পূর্ব ও মধ্য আফ্রিকা দল এর স্থলাভিষিক্ত হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণ

বিশ্বকাপ

আইসিসি ট্রফি

তথ্যসূত্র

  1. "A history of Kenyan cricket"। ২৪ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৪ 
  2. East Africa at Cricket Archive
  3. Kenya at Cricket Archive
  4. "1982 ICC Trophy at Cricket Archive"। ১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৪ 
  5. "1986 ICC Trophy at Cricket Archive"। ১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৪ 

আরও দেখুন

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!