নিউ জলপাইগুড়ি–নিউ বঙাইগাঁও বিভাগ
|
|
|
নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন হল ভারতের পশ্চিমবঙ্গের ময়নাগুড়ি শহরের একটি স্টেশন। এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে স্টেশনটির উচ্চতা ৮৬ মিটার। এই স্টেশনের সাংকেতিক নাম হল "এমএনএক্স"।
ইতিহাস
২৬৫ কিমি (১৬৫ মা) দীর্ঘ ও ১,৬৭৬ মিলিমিটার চওড়া শিলিগুড়ি-যোগিহোপা লাইন ১৯৬৩ সাল থেকে ১৯৬৫ সালের মধ্যে নির্মাণ করা হয় বাংলা ও আসামের মধ্যে রেল সংযোগের জন্য।[১]
তথ্যসূত্র