তারকেশ্বর রেলওয়ে স্টেশন হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত কলকাতা শহরতলি রেলের একটি স্টেশন। এটি শেওড়াফুলি -তারকেশ্বর শাখার মধ্যে অবস্থিত। এই রেলওয়ে স্টেশন তারকেশ্বর ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির মধ্যে রেলযোগাযোগ পরিচালনা করে।
ইতিহাস
১৮৮৫ সালের ১ জানুয়ারি তারকেশ্বর রেলওয়ে কোম্পানি, শেওড়াফুলি-বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইন নামক ব্রডগেজ রেলপথটির সূচনা করে এবং এটি তখন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি পরিচালনা করত। [ ১] [ ২]
বৈদ্যুতীকরণ
১৯৫৭ থেকে ১৯৫৮ সালের মধ্যে হাওড়া শেওড়াফুলি তারকেশ্বর লাইনটির বৈদ্যুতীকরণ করা হয়।[ ৩]
সুযোগ-সুবিধা
[ ৪] বর্তমানে অমৃত ভারত প্রকল্পের কাজ চলার জন্য বেশকিছু সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। তবে স্টেশনে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে।
তথ্যসূত্র
↑ "Administration Report on the Railways in India" 1884–85
↑ "The Chronology of Railway development in Eastern Indian" । railindia। ২ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩ ।
↑ "History of Electrification" । IRFCA। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩ ।
↑ "Retiring Room Details" । Eastern Railway। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৩ ।
বহিঃসংযোগ