ডেভিড বেকার (ইংরেজি: David Baker, জন্ম ৬ই অক্টোবর, ১৯৬২, সিয়াটল, ওয়াশিংটন রাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র[৩]) একজন মার্কিন প্রাণরসায়নবিদ ও পরিগণনামূলক জীববিজ্ঞানী। তিনি প্রোটিনসমূহের ত্রিমাত্রিক কাঠামোনকশাকরণ এবং পূর্বাভাসের পদ্ধতিগুলি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করেছন। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের হেনরিয়েটা ও অব্রি ডেভিস এনডাওড অধ্যাপক এবং বংশাণুসমগ্র প্রকৌশল, জীবপ্রকৌশল, রাসায়নিক প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের আনুষঙ্গিক অধ্যাপক। তিনি রোজেটা কমন্স নামের একটি গবেষক-পরীক্ষাগার কনসোর্টিয়ামের পরিচালক, যেটি জৈব-আণবিক কাঠামো পূর্বাভাস ও নকশাকারক সফটওয়্যার নির্মাণ করে। বেকার প্রোটিন কাঠামো পূর্বাভাসের যে সমস্যাটিতে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন, সেটি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গুগলের উপসংস্থা ডিপমাইন্ড সমাধান করেছে।[৪] বেকার হাওয়ার্ড হিউজ চিকিৎসাবিজ্ঞান ইনস্টিটিউট-এর একজন তদন্তকারী বিজ্ঞানী ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য। এছাড়া তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রোটিন নকশা ইনস্টিটিউটের পরিচালক।[৫]
বেকার ২০২৪ সালে জন জাম্পার ও ডেমিস হাসাবিসের সাথে যৌথভাবে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁকে "পরিগণনামূলক (কম্পিউটেশনাল) প্রোটিন কাঠামো নকশাকরণের" মাধ্যমে সম্পূর্ণ নতুন ধরনের প্রোটিন অণু সৃষ্টির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারের অর্থের অর্ধেক প্রদান করা হয়।[৬]
জীবনী
প্রাথমিক জীবন এবং শিক্ষা
বেকার ১৯৬২ সালের ৬ অক্টোবর ওয়াশিংটনেরসিয়াটেলে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন, তিনি পদার্থবিদ মার্শাল বেকার এবং ভূ-পদার্থবিদ মার্সিয়া বেকারের পুত্র। [৭] তিনি সিয়াটলের গারফিল্ড হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হন। [৮]
বেকার ১৯৯৩ সালে ফ্যাকাল্টি সদস্য হিসাবে ওয়াশিংটন স্কুল অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে যোগদান করেন। তিনি ২০০০ সালে হাওয়ার্ড হিউজেস মেডিকেল ইনস্টিটিউটের ইনভেস্টিগেটর হন।[৯] বেকার ২০০৯ সালে আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের ফেলো নির্বাচিত হন [১০]
ব্যক্তিগত জীবন
বেকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আরেক বায়োকেমিস্ট হ্যানেলে রুওহোলা-বেকারকে বিয়ে করেছেন। তাদের দুটি সন্তান রয়েছে।
তথ্যসূত্র
↑"David Baker"। Arnold and Mabel Beckman Foundation। আগস্ট ২, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১৮।