তার নাম অনুসারে তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলাদেশ অংশের পাবনা জেলার পাকশি রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর হার্ডিঞ্জ ব্রিজ রেলওয়ে সেতু ১৯০৯-১৯১৫ সময়কালে নির্মাণ করা হয়।
১৭ এপ্রিল, ১৮৯০ তারিখে উইনফ্রেড সেলিনা স্টুর্ট, সি.আই. নামীয় তার এক চাচাতো বোনকে বিয়ে করেন। উইনফ্রেড ছিলেন হেনরি গেরার্ড স্টুর্ট, ১ম ব্যারন অ্যালিংটন ও লেডি অগাস্টা বিংহ্যামের দ্বিতীয়া কন্যা। এ দম্পতির হন ডায়মন্ড হার্ডিঞ্জ নাম্নী এক কন্যা এবং আলেকজান্ডার হার্ডিঞ্জ নামীয় এক পুত্র সন্তান রয়েছে। পরবর্তীকালে আলেকজান্ডার ব্যারন হার্ডিঞ্জ অব পেনশার্স্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ৩ মে, ১৯২৩ তারিখে ডায়মন্ড প্রিন্স আলবার্ট, ডিউক অব ইয়র্ক এবং লেডি এলিজাবেথ বোজ-লিওনের বিয়েতে বরযাত্রী ছিলেন।[৩]
আরও পড়ুন
Lady Hardinge of Penshurst, C.I., vice-reine of India; A tribute to her memory, by Manhar Kuvarbā, Maharani of Panna. Printed by R.W. Simpson & co., ltd., 1916.[৪]
Briton C. Busch, Hardinge of Penshurst: a study of the old diplomacy, Hamden, Conn.: Published for the Conference on British Studies and Indiana University at South Bend by Archon Books, 1980.
Lord Hardinge of Penshurst, The Reminiscences of Lord Hardinge of Penshurst (London, 1947)
Zara S. Steiner, The Foreign Office and Foreign Policy 1898-1914)Cambridge, 1969)
1 Following the 1857 Sepoy Mutiny. 2 As representatives of George VI in his rôle as King of India (1947–50). 3 As representatives of George VI and then Elizabeth II in their rôles as King and Queen of Pakistan, respectively.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!