ঘোষ হলো বাঙালি হিন্দু পদবি যা বাংলাদেশ ঢাকা ,যশোর ও ভারতের পশ্চিমবঙ্গ জেলার দক্ষিণে এবং বিহার বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায়। এছাড়াও ঘোষ পদবী ক্ষত্রিয় কোচ বংশীদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা সাধারণত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও বাংলাদেশে রংপুর ,দিনাজপুর এবং আসামের কিছু অংশে দেখতে পাওয়া যায়।
তবে ঘোষরা বেশিরভাগই বাঙালি কায়স্থ সম্প্রদায়ভুক্ত। বাঙালি কায়স্থরা পঞ্চম বা ষষ্ঠ শতাব্দী থেকে একাদশ বা দ্বাদশ শতাব্দীর মধ্যে কর্মকর্তা বা লেখকদের শ্রেণী থেকে বর্ণ হিসাবে বিবর্তিত হয়েছিল, এর বেশিরভাগই হলো ক্ষত্রিয় ও ব্রাহ্মণ।[১] ঘোষদেরকে বোস, গুহ ও মিত্রের সাথে সৌকলিন গোত্রের কায়স্থ হিসেবে বিবেচনা করা হয়।[২]
ঘোষ পদবী হিন্দু লোকেরা সাধারণত গোয়ালা উপজাতি এছাড়াও চাষবাসের সাথেও যুক্ত থাকে। এবং কোচ সম্প্রদায়ের লোকেরা কৃষিকাজ ,মৎস্য শিকার, পশুপালন সাথে যুক্ত থাকে ।
বাংলায় সদগোপ ও গোয়ালা দ্বারা ঘোষ পদবি হিসেবেও ব্যবহৃত হয়।[৩][৪][৫]
তথ্যসূত্র