ঘোষ (পদবি)

ঘোষ হলো বাঙালি হিন্দু পদবি যা বাংলাদেশ ঢাকা ,যশোর ও ভারতের পশ্চিমবঙ্গ জেলার দক্ষিণে এবং বিহার বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায়। এছাড়াও ঘোষ পদবী ক্ষত্রিয় কোচ বংশীদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা সাধারণত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও বাংলাদেশে রংপুর ,দিনাজপুর এবং আসামের কিছু অংশে দেখতে পাওয়া যায়।

তবে ঘোষরা বেশিরভাগই বাঙালি কায়স্থ সম্প্রদায়ভুক্ত। বাঙালি কায়স্থরা পঞ্চম বা ষষ্ঠ শতাব্দী থেকে একাদশ বা দ্বাদশ শতাব্দীর মধ্যে কর্মকর্তা বা লেখকদের শ্রেণী থেকে বর্ণ হিসাবে বিবর্তিত হয়েছিল, এর বেশিরভাগই হলো ক্ষত্রিয়ব্রাহ্মণ[] ঘোষদেরকে বোস, গুহমিত্রের সাথে সৌকলিন গোত্রের কায়স্থ হিসেবে বিবেচনা করা হয়।[]

ঘোষ পদবী হিন্দু লোকেরা সাধারণত গোয়ালা উপজাতি এছাড়াও চাষবাসের সাথেও যুক্ত থাকে। এবং কোচ সম্প্রদায়ের লোকেরা কৃষিকাজ ,মৎস্য শিকার, পশুপালন সাথে যুক্ত থাকে ।

বাংলায় সদগোপগোয়ালা দ্বারা ঘোষ পদবি হিসেবেও ব্যবহৃত হয়।[][][]

তথ্যসূত্র

  1. Andre Wink (১৯৯১)। Al-Hind, the Making of the Indo-Islamic World, Volume 1। Brill Academic Publishers। পৃষ্ঠা 269। আইএসবিএন 978-90-04-09509-0। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১১ 
  2. Hopkins, Thomas J. (১৯৮৯)। "The Social and Religious Background for Transmission of Gaudiya Vaisnavism to the West"। Bromley, David G.; Shinn, Larry D.। Krishna consciousness in the West। Bucknell University Press। পৃষ্ঠা 35–36। আইএসবিএন 978-0-8387-5144-2। সংগ্রহের তারিখ ২০১১-১০-৩১ 
  3. John R. McLane (২০০২)। Land and Local Kingship in Eighteenth-Century Bengal। Cambridge University Press। পৃষ্ঠা 157। আইএসবিএন 978-0-5215-2654-8 
  4. Oh Calcutta (Volume 22 সংস্করণ)। University of Virginia। ১৯৯৩। 
  5. Folk-lore (ইংরেজি ভাষায়)। Indian Publications। ১৯৭৫। পৃষ্ঠা 172। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!