গোলাম ভীক নায়রং

গোলাম ভীক নায়রং
জন্ম
সৈয়দ গোলাম ভীক নায়রং

২৬ সেপ্টেম্বর ১৮৭৬
দৌরানা নেয়ার আম্বালা, ব্রিটিশ ভারত
মৃত্যু১৬ অক্টোবর ১৯৫২
পেশাআইন, রাজনীতি, কবিতা, ইসলাম
পরিচিতির কারণপাকিস্তান আন্দোলন এর অন্যতম নেতা

সৈয়দ গোলাম ভীক নায়রং (২৬ সেপ্টেম্বর ১৮৭৬–১৬ অক্টোবর ১৯৫২) মীর নায়রং নামেও পরিচিত, তিনি একজন বিশিষ্ট আইনজীবী, কবি এবং পাকিস্তান আন্দোলনের নেতা ছিলেন। তিনি ভারত বিভাজনের পূর্বে সর্বভারতীয় মুসলিম লীগের ১৯৩৮ সাল থেকে ১৯৪২ সাল পর্যন্ত উপনেতা ছিলেন।

প্রাথমিক জীবন

গোলাম ভীক নায়রং ২৬ সেপ্টেম্বর ১৮৭৬ সালে ব্রিটিশ ভারতের আম্বালায় জন্মগ্রহণ করেন। তিনি লাহোর সরকারি কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি মাখজানের একটি ম্যাগাজিনের সম্পাদকীয় কমিটির সাথেও যোগ দিয়েছিলেন।

রাজনৈতিক জীবন

গোলাম ভীক নায়রং রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং মুসলিম ভারতের গুরুত্বপূর্ণ নেতা হয়েছিলেন। তিনি ১৯৩৬ থেকে ১৯৪২ সাল পর্যন্ত কেন্দ্রীয় আইনসভার সদস্য ছিলেন।[]

তিনি খিলাফত আন্দোলনেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ব্রিটিশ পাঞ্জাবের কিছু হিন্দু নেতার মুসলমান বিরোধী আন্দোলনকে প্রতিহত করতে প্রতিরক্ষামূলক এবং মূল ভূমিকা পালন করেছিলেন যেখানে তারা মুসলমানদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন।[]

পাকিস্তানে হিজরতের পরে তিনি পাকিস্তানের প্রথম গণপরিষদের সদস্য ছিলেন।[]

বই

কালাম-এ- নায়রং –নায়রংয়ের কবিতা সংকলন ১৯৮২ সালে পাকিস্তানের করাচি থেকে প্রকাশিত হয়েছিল।[]

তথ্যসূত্র

  1. "DAWN - Features; August 21, 2002 (Iqbal, Nairang & Nadir Kakorvi - includes profile of Ghulam Bhik Nairang)"। Dawn (newspaper)। ২১ আগস্ট ২০০২। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৮ 
  2. Assembly, Pakistan Constituent (১৯৫১)। Debates: Official report (ইংরেজি ভাষায়)। Manager, Government of Pakistan Press। পৃষ্ঠা 472। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!