গুগল আর্থ (ইংরেজি: Google Earth) স্যাটেলাইটের উপর ভিত্তি করে পৃথিবীর ত্রিমাত্রিক উপস্থাপনার জন্যে একটি কম্পিউটার প্রোগ্রাম। প্রোগ্রামটি সুপারইম্পোজ স্যাটেলাইট ছবি, আকাশ ফটোগ্রাফি ও ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে পৃথিবীকে মানচিত্রায়িত করে।
গুগল আর্থ ৫.০ সংস্করণ ৩৭টি ভাষায় পাওয়া যাচ্ছে: