১৯৮৩ সালে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা হতে মাত্রাই, কালাই (বর্তমানে আহম্মেদাবাদ), উদয়পুর, জিন্দারপুর এবং পুনট এই পাঁচটি ইউনিয়ন নিয়ে কালাই থানা গঠিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে এটি কালাই উপজেলা হিসেবে যাত্রা শুরু করে।
ভৌগোলিক উপাত্ত
ভাষা ও সংষ্কৃতি
এ অঞ্চলের মূল ভাষা বাংলা, তাছাড়া উপজাতিদের নিজস্ব ভাষা ব্যবহার করতে দেখা যায়। এখানে ১৫টি হাটবাজার রয়েছে ও বছরে তিনবার মেলা হয়ে থাকে। তার মধ্যে কালাই হাট, মোলামগাড়ি হাট, পুনট হাট ও হারুঞ্জা হাট এবং কালাই মেলা, পুনট মেলা ও মোলামগাড়ি মেলা উল্লেখযোগ্য।
প্রশাসনিক এলাকা
এই উপজেলায় ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে;[২] এগুলো হলোঃ
এই উপজেলার বর্তমান জনসংখ্যা ১,২৯,৩২৯ জন; তার মধ্যে পুরুষ ৬৫,৪৩১ জন এবং মহিলা ৬৩,৮৯৮ জন। মুসলিম রয়েছেন ১,২৩,৪৯০ জন, হিন্দু রয়েছে ৫,৫৪৮ জন, বৌদ্ধ ৪১ এবং অন্যান্য ২৫০ জন। তাছাড়া সাঁওতাল, বুনো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে এ উপজেলায়।
স্বাস্থ্য
এই উপজেলায় একটি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং একটি উপ-স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।
শিক্ষা
এই উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলোঃ
কালাই ডিগ্রী কলেজ
কালাই সরকারী মহিলা কলেজ
হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসা
কালাই এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয়
কালাই বালিকা উচ্চ বিদ্যালয়
আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল
ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি
পুনট উচ্চ বিদ্যালয়
পুনট দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসা
পুনট বালিকা উচ্চ বিদ্যালয়
শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়
কাকলি শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুল
নান্দাইল দিঘী কলেজ
সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ( পুনটে অবস্থিত জেলার একমাত্র শতভাগ আবাসিক প্রতিষ্ঠান)
↑"এক নজরে উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪।
↑বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "ইউনিয়নসমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪।