প্রাচীনকালে মাত্রাই এই জনপদ ছিল রাজকীয় । কথিত আছে, পরমা সুন্দরী রানী মাতারার নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয় মাত্রাই । [৩]
ভৌগোলিক অবস্থান ও আয়তন
কালাই উপজেলা হতে ইউনিয়ন পরিষদের দুরত্ব ১০ কি.মি। এ ইউনিয়নের মোট আয়তন ১৯.৫৪ (বর্গ কিঃ মিঃ)।
প্রশাসনিক এলাকা
মাত্রাই ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। মাত্রাই ইউনিয়ন পরিষদের মোট গ্রামের সংখ্যা – ৩০ টি, মৌজার সংখ্যা – ২৬ টি, হাট/বাজার সংখ্যা -০৪ টি।