১৯২৯ সাল থেকে সক্রিয়;পৃথ্বীরাজ কাপুর আলম আরা (১৯৩১) অভিনয় করেন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র
কাপুর পরিবার একটি বিশিষ্ট ভারতীয় পরিবার; যারা দীর্ঘ সময় ধরে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অভিনয়, প্রযোজনা এবং পরিচালনা করে আসছেন।
পটভূমি
কাপুর পরিবার মূলতঃ ভারতীয় পাঞ্জাবি হিন্দু বংশোদ্ভুত একটি পরিবার।[৬][৮][৯][১০] পৃথ্বীরাজ কাপুর কর্তৃক পরিবারটি প্রথম চলচ্চিত্রে পেশাদার হিসেবে গঠন করেছিলেন। তিনি ১৯০৮ সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের সামুন্দরিতে জন্মগ্রহণ করেন।[১১][১২] তার পিতা বশেশ্বরনাথ কাপুর পেশোয়ার শহরে ভারতীয় ইম্পেরিয়াল পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১৩] পৃথ্বীরাজের প্রধান চরিত্রে ১৯২৯ খ্রিষ্টাব্দে সিনেমা গার্ল চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন।
কাপুর পরিবারের উল্লেখযোগ্য সদস্যগণ
প্রথম প্রজন্ম
পৃথ্বীরাজ কাপুর – পরিবারের প্রথম সদস্য হিসেবে হিন্দি চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন, সাধারণত "বলিউড" নামে পরিচিত।