ওড়িশা ফুটবল অ্যাসোসিয়েশন
ওড়িশা ফুটবল অ্যাসোসিয়েশন (ওড়িয়া: ଓଡ଼ିଶା ଫୁଟବଲ୍ ଆସୋସିଏସନ; এছাড়াও সংক্ষেপে এফএও নামে পরিচিত) হচ্ছে ভারতের ওড়িশার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থার সদর দপ্তর ভারতের রাজধানী ওড়িশার কটকে অবস্থিত। এই সংস্থাটি ভারতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে সম্পৃক্ত।[২] এটি ১৯৪৯ সালে গঠিত হয়েছিল এবং ১৯৬১ সালে একটি স্বাধীন নিবন্ধিত সংস্থা হিসাবে তৈরি করা হয়েছিল।[৩] ২০১০ সালে ওড়িষ্যা ফুটবল অ্যাসোসিয়েশন বিলুপ্ত হওয়ার পরে সংস্থাটির নামকরণ করা হয়েছিল।[৪][৫]
দল
রাজ্য দল
রাজ্য যুব দল
প্রতিযোগিতা ও কাঠামো
পুরুষ
মহিলা
যুব
- এফএও যুব লিগ (অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৩)[৭]
ফুটসাল
- এফএও ইন্টার ক্লাব ফুটসাল চ্যাম্পিয়নশিপ
সাফল্য
পুরুষ
- বিজয়ী (১): ১৯৬৮–৬৯
- রানার্স-আপ (২): ১৯৬১–৬২, ১৯৭৬–৭৭
- 'বিজয়ী (১): ২০১৮–১৯
- রানার্স-আপ (৪): ১৯৯৩–৯৪, ২০০০–০১, ২০১২–১৩, ২০১৫–১৬
মহিলা
- বিজয়ী (১): ২০১০–১১
- রানার্স-আপ (৬): ২০০০–০১, ২০০১–০২, ২০০৭–০৮, ২০০৯–১০, ২০১৩–১৪, ২০১৮–১৯
- স্বর্ণপদক (৩): ২০০৭, ২০১১, ২০২৩
- রৌপ্যপদক (২): ২০১৫, ২০২২
- ব্রোঞ্জপদক (১): ২০০২
- রানার্স-আপ (৮): ২০০২–০৩, ২০০৫–০৬, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০১১–১২, ২০১৩–১৪, ২০১৫–১৬, ২০১৭–১৮
- বিজয়ী (১): ২০০৬–০৭
- রানার্স-আপ (৭): ২০০৩–০৪, ২০০৪–০৫, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০০৯–১০, ২০১০–১১, ২০১৮–১৯
ফেডারেশন পুরস্কার
- ২০১৫ এআইএফএফ অ্যাওয়ার্ড ফর বেস্ট গ্রাসরুট প্রোগ্রাম
- ২০১৭–১৮ এআইএফএফ এর ফিফা উন্নয়ন প্রকল্প র ্যাঙ্কি #১০[৮]
ব্যবস্থাপনা
অবস্থান
|
নাম
|
সভাপতি
|
জগমোহন পট্টনায়ক
|
সহ-সভাপতি
|
কিশোর কুমার বিশ্বওয়াল
|
কোষাধ্যক্ষ
|
আধিপ দাস
|
অনারারি সচিব
|
আসিরবাদ বেহেরা
|
যুগ্ম সচিব
|
অশোক সাহু
|
সাধারণ সম্পাদক
|
অভিজিৎ পাল
|
এআইএফএফ কমিটির সদস্যগন
স্বীকৃত একাডেমি
দল
|
ব্যবস্থাপক
|
এআইএফএফ একাডেমি রেটিং
|
স্পোর্টস ওড়িশা
|
শুভেন্দু পান্ডা
|
|
এফএও একাডেমি
|
সঞ্জীব পাটসানি
|
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
| জাতীয় দল | |
---|
লিগ ব্যবস্থা | |
---|
কাপ প্রতিযোগিতা | |
---|
আন্তর্জাতিক প্রতিযোগিতা | |
---|
দেশব্যাপী প্রতিযোগিতা | |
---|
যুব প্রতিযোগিতা | |
---|
রাজ্য কাপ | |
---|
বিলুপ্ত প্রতিযোগিতা | |
---|
| | | | |
|
|