এসি মিলান

এসি মিলান
পূর্ণ নামআসোচাজিওনে কালচো মিলান এস.পি.এ.[]
ডাকনামই রসসোনেরি (লাল এবং কালো)
ইল দিয়াভোলো (শয়তান)
প্রতিষ্ঠিত১৩ ডিসেম্বর ১৮৯৯; ১২৫ বছর আগে (1899-12-13)
মিলান ফুট-বল অ্যান্ড ক্রিকেট ক্লাব হিসেবে
মাঠসান সিরো
ধারণক্ষমতা৮০,০১৮
মালিকরেডবার্ড ক্যাপিটাল পার্টনার (৯৯.৯৩%)
অন্যান্য অংশীদার (০.০৭%)
চেয়ারম্যানপাওলো স্কারোনি
ম্যানেজারস্তেফানো পিওলি
লিগসেরিয়ে আ
২০২১–২২১ম (চ্যাম্পিয়ন)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

আসোচাজিওনে কালচো মিলান একটি ইতালীয় ফুটবল দল যেটি ইতালির মিলানে অবস্থিত। তারা লাল ও কালো ডোরাকাটা রঙের কাপড় পরে খেলে, তাই তাদের ডাকনাম হয়েছে রোজোনেরি (Rossoneri) ("লাল-কালো")। দলটি মিলান নামেও সমাধিক পরিচিত। এ.সি. মিলান বিশ্বের অন্যতম সফল দল। তার সম্মানজনক উয়েফা চ্যাম্পিয়নস লিগ (বা সমমানের ইউরোপীয়ান কাপ) জিতেছে সাত বার, (আন্তমহাদেশীয় কাপ) ৩ বার, উয়েফা সুপার কাপ ৫ বার, সিরি এ শিরোপা ১৮ বার (কেবল প্রতিদ্বন্দ্বী দল জুভেন্টাস ফুটবল ক্লাব মিলানের চেয়ে বেশি স্কুডেট্টো জিতেছে) এবং কোপা ইতালীয়া (ইতালীয় কাপ) ৫ বার। সবমিলিয়ে তারা রেকর্ডসংখ্যক ১৮টি ইউরোপীয় ও ফিফা ট্রফি জিতেছে যা, বিশ্বের মধ্যে চতুর্থ ও ইতালিতে সর্বোচ্চ।[] বিশ্বের জনপ্রিয়তম দলগুলোর মধ্যে এটি অন্যতম, এবং জুভেন্টাস ও ইন্টারের মত ইতালীয় জনপ্রিয় দল।

আলফ্রেড এডওয়ার্ডস নামের একজন ব্রিটিশ ভদ্রলোক ক্রিকেট দল হিসেবে ১৮৯৯ সালে এসি মিলান প্রতিষ্ঠা করেন। তার সম্মানে দলটির নাম মিলান শহরের ইংরেজিরুপ মিলানো (Milan) হিসেবে রাখা হয়েছে, যদিও শহরের ইতালীয় নাম মিলানো (Milano)। তবে ফ্যাসিবাদী সরকারের সময় এটির নাম কিছুদিন পরিবর্তন করা হয়েছিল।

ঐতিহাসিকভাবে এসি মিলান দক্ষিণ ইতালীর শহরের শ্রমিক শ্রেণী সমর্থিত দল ছিল। পক্ষান্তরে এর চিরপ্রতিদ্বন্দ্বী অন্য বড় দল ইন্টার ছিল উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী সমর্থিত দল। তবে সাম্প্রতিক সময়ে দল দুটি ভিন্ন রাজনৈতিক বলয়ে অবস্থান করছে, কেননা বর্তমানে মিলানের মালিক হচ্ছেন গণমাধ্যম ব্যবসায়ী ও রক্ষণশীল দল থেকে নির্বাচিত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি, এবং ইন্টারের মালিক মধ্য-বামপন্থী তেল ব্যবসায়ী ম্যাসিমো মোরাত্তি। তবুও এসি মিলানের সমর্থকের এখনও সাধারণত বামপন্থী এবং ইন্টারের সমর্থকেরা ডানপন্থী হয়ে থাকেন। ১৯৮০ সালে মিলানকে পাতানো ম্যাচ খেলার অভিযোগে অভিযুক্ত করে শাস্তিস্বরুপ সিরি বি তে নামিয়ে দেয়া হয়। এই কলঙ্কিত ঘটনার পিছনে বিভিন্ন কর্মকর্তা ও খেলোয়াড়ের হাত ছিল। ২০০৬ সালে মিলান আবার ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত হয়। মিলানের বিরুদ্ধে পছন্দের রেফারিকে ব্যবহারের অভিযোগ ছিল। শাস্তিস্বরুপ ২০০৬-০৭ মৌসুমে মিলানকে সিরি এ লিগে ১৫ পয়েন্ট কেটে নেয়া হয়। শাস্তির বিরুদ্ধে আপীলের পর শাস্তি কমিয়ে ৮ পয়েন্ট করা হয়।

দলটির ৩ ও ৬ নং জার্সি দুইটি দুই কিংবদন্তি খেলোয়াড় পাওলো মালদিনি ও ফ্র্যাঙ্কো বারেসির জন্য উৎসর্গকৃত। এই জার্সি দুটি অন্য কোন খেলোয়াড়কে দেয়া হবে না। তবে পাওলো মালদিনির কোন ছেলে মিলানের হয়ে খেললে তাকে ৩ নং জার্সি দেয়া হতে পারে।

খেলোয়াড়দের তালিকা

১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।

প্রাথমিক দল

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো রোমানিয়া সিপ্রিয়ান তাতারুসানু
ইতালি দাভিদে কালাব্রিয়া (অধিনায়ক)
আলজেরিয়া ইসমায়েল বেন্নাসের
কোত দিভোয়ার ফোদে বালো–তোউরে
আলজেরিয়া ইয়াসিন আদলি
ইতালি সান্দ্রো তোনালি
ফ্রান্স অলিভিয়ে জিরু
১০ স্পেন ব্রাহিম দিয়াস (রিয়াল মাদ্রিদ থেকে ধারে)
১১ সুইডেন জ্লাতান ইব্রাহিমোভিচ
১২ ক্রোয়েশিয়া আন্তে রেবিচ
১৪ ফ্রান্স তিয়েমুয়ে বাকায়োকো (চেলসি থেকে ধারে)
১৬ গো ফ্রান্স মাইক মেয়নিয়ন
১৭ পর্তুগাল রাফায়েল লেয়াও
১৯ ফ্রান্স থিও হার্নান্দেজ (সহ-অধিনায়ক)
২০ ফ্রান্স পিয়ের কালুলু
নং অবস্থান খেলোয়াড়
২১ মার্কিন যুক্তরাষ্ট্র সের্জিনিয়ো ডেস্ট (বার্সেলোনা থেকে ধারে)
২২ সার্বিয়া মার্কো লাজেটিচ
২৩ ইংল্যান্ড ফিকায়ো টমোরি
২৪ ডেনমার্ক সিমোন কেয়ার
২৫ ইতালি আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি
২৭ বেলজিয়াম ডিভোক ওরিগি
২৮ জার্মানি মালিক তিয়াউ
৩০ ব্রাজিল জুনিয়র মেসিয়াস
৩২ ইতালি টমাসো পবেগা
৩৩ বসনিয়া ও হার্জেগোভিনা রাদে ক্রুনিচ
৪০ বেলজিয়াম এস্টার ভ্রাংক্স (ভিএফএল ভলফসবুর্গ থেকে ধারে)
৪৬ ইতালি মাতেও গাবিয়া
৫৬ বেলজিয়াম অ্যালেক্সিস সালিমাকের্স
৮৩ গো ইতালি আন্তনিও মিরান্তে
৯০ বেলজিয়াম শার্লে ডে কেটেলারে

ধারে অন্য দলে

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
ইতালি লরেঞ্জো কলম্বো (লেচ্চেতে ধারে ৩০ জুন ২০২৩ পর্যন্ত)
ইতালি মাতিয়া কালদারা (স্পেৎসিয়াতে ধারে ৩০ জুন ২০২৩ পর্যন্ত)
নং অবস্থান খেলোয়াড়
ইতালি ড্যানিয়েল মালদিনি (স্পেৎসিয়াতে ধারে ৩০ জুন ২০২৩ পর্যন্ত)
ইতালি মার্কো ব্রেসিয়ানিনি (কোসেঞ্জাতে ধারে ৩০ জুন ২০২৩ পর্যন্ত)

সম্মাননা

সমিতি মিউজিয়াম

মিলান বিশ্বের অন্যতম সফল দল, যাদের ইতালীয় ২৭টি ও আন্তর্জাতিক ১৭টি শিরোপা রয়েছে। তারা রেকর্ড ১৩টি ইউরোপীয়ান ট্রফি জিতেছে। মিলান তাদের জার্সিতে একটী তারকা বসানোর অধিকার লাভ করেছে কেননা তারা ১০টি স্কুডেট্টো জিতেছে। এছাড়া ৫টির বেশি ইউরোপীয়ান ট্রফি জেতায় মিলানকে তাদের পোষাকে উয়েফা ব্যাজ অব অনার বসানোর অধিকার দেয়া হয়েছে।

  • স্কুডেট্টো (ইতালীয় চ্যাম্পিয়নশিপ)
    • শিরোপা (১৯): ১৯০১, ১৯০৬, ১৯০৭, ১৯৫০-৫১, ১৯৫৪-৫৫, ১৯৫৬-৫৭, ১৯৫৮-৫৯, ১৯৬১-৬২, ১৯৬৭-৬৮, ১৯৭৮-৭৯, ১৯৮৭-৮৮, ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৫-৯৬, ১৯৯৮-৯৯, ২০০৩-০৪, ২০১০-১১, ২০২১-২২
    • রানার্স-আপ (১৬): ১৯০২, ১৯১০-১১, ১৯১১-১২, ১৯৪৭-৪৮, ১৯৪৯-৫০, ১৯৫১-৫২, ১৯৫৫-৫৬, ১৯৬০-৬১, ১৯৬৪-৬৫, ১৯৬৮-৬৯, ১৯৭০-৭১, ১৯৭১-৭২, ১৯৭২-৭৩, ১৯৮৯-৯০, ১৯৯০-৯১, ২০০৪-০৫, ২০২০-২১
  • সিরি বি (দ্বিতীয় বিভাগ)
    • শিরোপা (২): ১৯৮০-৮১, ১৯৮২-৮৩
  • কোপা ইতালিয়া (ইতালীয় কাপ)
    • শিরোপা (৫): ১৯৬৬-৬৭, ১৯৭১-৭২, ১৯৭২-৭৩, ১৯৭৬-৭৭, ২০০২-০৩
    • রানার্স-আপ (৭): ১৯৪১-৪২, ১৯৬৭-৬৮, ১৯৭০-৭১, ১৯৭৪-৭৫, ১৯৮৪-৮৫, ১৯৮৯-৯০, ১৯৯৭-৯৮
  • সুপার কোপা ডি লিগা (ইতালীয় সুপার কাপ)
    • শিরোপা (৫): ১৯৮৮, ১৯৯২, ১৯৯৩, ১৯৯৪, ২০০৫
    • রানার্স-আপ (৩): ১৯৯৬, ১৯৯৯, ২০০৩
  • উয়েফা চ্যাম্পিয়নস লিগ (সাবেক ইউরোপীয়ান কাপ)
    • শিরোপা (৭): ১৯৬২-৬৩, ১৯৬৮-৬৯, ১৯৮৮-৮৯, ১৯৮৯-৯০, ১৯৯৩-৯৪, ২০০২-০৩, ২০০৬-০৭
    • রানার্স-আপ (৪): ১৯৫৭-৫৮, ১৯৯২-৯৩, ১৯৯৪-৯৫, ২০০৪-০৫
  • উয়েফা কাপ উইনার্স কাপ
    • শিরোপা (২): ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩
    • রানার্স-আপ (১): ১৯৭৩-৭৪
  • ইউরোপীয়ান সুপার কাপ
    • শিরোপা (৪): ১৯৮৯, ১৯৯০, ১৯৯৪, ২০০৩
    • রানার্স-আপ (২): ১৯৭৩, ১৯৯৩
  • বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ (সাবেক ইন্টারকন্টিনেন্টাল কাপ)
    • শিরোপা (৩): ১৯৬৯, ১৯৮৯, ১৯৯০
    • রানার্স-আপ (৪): ১৯৬৩, ১৯৯৩, ১৯৯৪, ২০০৩
  • মিত্রোপা কাপ
    • শিরোপা (১): ১৯৮১-৮২
  • ল্যাটিন কাপ
    • শিরোপা (২): ১৯৫০-৫১, ১৯৫৫-৫৬
    • রানার্স-আপ (১): ১৯৫২-৫৩

তথ্যসূত্র

  1. "Organisational chart"acmilan.com। Associazione Calcio Milan। ৭ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১০ 
  2. https://web.archive.org/web/20141222201343/http://www.insidespanishfootball.com/141480/real-madrid-match-ac-milan-and-boca-juniors-with-18-international-titles/

বহিঃসংযোগ

অফিসিয়াল ওয়েবসাইট
আনঅফিসিয়াল সমর্থক ওয়েবসাইট
সমর্থক ওয়েবসাইট
অন্যান্য

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!