২০১৮ ফিফা ক্লাব বিশ্বকাপ (স্পন্সরজনিত কারণে আনুষ্ঠানিকভাবে আলিবাবা ক্লাউড দ্বারা পরিবেশিত ফিফা ক্লাব বিশ্বকাপ ইউএই ২০১৮ নামে পরিচিত)[১] হলো ফিফা ক্লাব বিশ্বকাপের ১৫তম সংস্করণ, যেটি ফিফা দ্বারা সংগঠিত ৬টি মহাদেশীয় কনফেডারেশনের বিজয়ী ক্লাবদের মধ্যে আয়োজিত একটি ফুটবল প্রতিযোগিতা; একই সাথে আয়োজক দেশের জাতীয় লীগের বিজয়ী ক্লাবও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।[২] এই প্রতিযোগিতাটি ২০১৮ সালের ১২ই ডিসেম্বর হতে ২২শে ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয়েছে।[৩][৪]
স্পেনীয় লীগ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এই প্রতিযোগিতার সর্বশেষ দুই প্রতিযোগিতাসহ রেকর্ড ৩ বারের এবং বর্তমান চ্যাম্পিয়ন। ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লীগ জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল।
আয়োজক নিলাম
২০১৫–২০১৬ সংস্করণের পাশাপাশি ২০১৭–২০১৮ সংস্করণেরও আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল; অর্থাৎ দুইটি আয়োজক, প্রত্যেকে দুইটি আসর আয়োজন করবে, এটি ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস হতে শুরু হয়েছিল।[৫] আয়োজনের জন্য আগ্রহী সদস্য ২০১৪ সালের ৩০শে মার্চ তারিখের মধ্যে আয়োজক হিসেবে আগ্রহের ঘোষণা করতে বলা হয়েছিল এবং ২০১৪ সালের ২৫শে আগস্ট তারিখে সকল আগ্রহী সদস্যকে নিলামের সমস্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল।[৬]ফিফা কার্যনির্বাহী কমিটি ২০১৪ সালের ডিসেম্বর মাসে মরোক্কোয় আয়োজিত তাদের সভায় আয়োজক দেশ নির্বাচন করার কথা ছিল,[৭] তবে ২০১৫ সালের ১৯–২০ মার্চে অনুষ্ঠিত ফিফা কার্যনির্বাহী কমিটির পরবর্তী বৈঠক পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিলম্বিত করা হয়েছিল।[৮]
নিম্নলিখিত দেশগুলো এই প্রতিযোগিতায় আয়োজক দেশ হওয়ার জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছিল:[৯]
↑কোপা লিবের্তাদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগটি মূলত ২০১৮ সালের ২৪শে নভেম্বর তারিখে আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রিভার প্লেত সমর্থকদের দ্বারা বোকা জুনিয়র্স ক্লাবের বাসে হামলার ফলে বেশ কয়েকজন খেলোয়াড় আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে ম্যাচটি ২০১৮ সালের ৯ই ডিসেম্বর স্পেনেরমাদ্রিদে আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছিল।
↑২০১৮ সালের ২১শে এপ্রিল তারিখে আল-আইন২০১৭–১৮ ইউএই প্রো-লীগ জয়লাভ করেছিল। আল-জাজিরা সংযুক্ত আরব আমিরাতের শেষ ক্লাব হওয়ার পর ২০১৮ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ আল-আইনের অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছিল। আল-আইন ২০১৮ এএফসি চ্যাম্পিয়নস লীগ হতে ২০১৮ সালের ১৫ই মে তারিখে বাদ পড়ে যায়. যার ফলে তারা প্রথম রাউন্ডে প্রবেশের যোগ্যতা অর্জন করে।
এই প্রতিযোগিতার সকল ম্যাচের জন্য সর্বমোট ৬ জন রেফারি, ১২ জন সহকারী রেফারি এবং ৬ জন ভিডিও সহকারী রেফারি নিয়োগ করা হয়েছে।[১৭][১৮] ২০১৮ সালের ২২শে নভেম্বর তারিখে, ফিফা ঘোষণা করেছে যে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের রেফারি এবং সহকারী রেফারির তিনটি সদস্য দলকে পরিবর্তন করা হয়েছে।[১৯][২০]
প্রতিটি দলকে ২৩ সদস্যের দল গঠন করতে হবে (যেখানে ৩ জন গোলরক্ষক হতে হবে)। দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত আঘাতপ্রাপ্ত খেলোয়াড় প্রতিস্থাপন করা যাবে।[২]
ম্যাচ
২০১৮ সালের ৪ঠা সেপ্টেম্বর তারিখে, ১০:০০টায় সিইএসটি (ইউটিসি+২) জুরিখে অবস্থিত ফিফা সদর দপ্তরে দ্বিতীয় পর্বের ম্যাচ (প্রথম পর্বের বিজয়ীর সাথে এএফসি, ক্যাফ এবং কনকাকাফ দলের ম্যাচ) এবং সেমি-ফাইনালে দ্বিতীয় পর্বের বিজয়ীর প্রতিপক্ষ (কনমেবল এবং উয়েফার দল) নির্ধারণ করার জন্য একটি ড্র অনুষ্ঠিত হয়েছিল।[২১] এই ড্রয়ের সময়, এএফসি, ক্যাফ এবং কনমেবল থেকে দলগুলোর তাদের অবস্থান নিশ্চিত করেনি।[২২][২৩]
ফুটবলে পরিসংখ্যানগত কনভেনশন অনুসারে, অতিরিক্ত সময়ে নির্ধারিত ম্যাচগুলোর জয় এবং হার হিসেবে এবং পেনাল্টি শুট-আউটে নির্ধারিত ম্যাচগুলো ড্র হিসেবে গণনা করা হয়।
↑"Match report, Final, Real Madrid CF – Al Ain FC"(PDF)। FIFA.com। [[{{subst:#invoke:Redirect|main|FIFA|Fédération Internationale de Football Association}}]]। ২২ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮।