১৯৯৮ আন্তর্মহাদেশীয় কাপ

১৯৯৮ আন্তর্মহাদেশীয় কাপ
১৯৯৮ আন্তর্মহাদেশীয় কাপের প্রচ্ছদ
তারিখ১ ডিসেম্বর ১৯৯৮
ম্যাচসেরারাউল (রিয়াল মাদ্রিদ)
রেফারিমারিও সানচেজ ইয়ান্তেন (চিলি)
দর্শক সংখ্যা৫১,৫১৪
আবহাওয়াসুন্দর জোৎস্না রাত
১৪.৬ °সে (৫৮.৩ °ফা)
৬৮% আর্দ্রতা

১৯৯৮ আন্তর্মহাদেশীয় কাপ হচ্ছে ১৯৯৮ সালের ১লা ডিসেম্বর তারিখে আয়োজিত একটি ম্যাচ, যেখানে ১৯৯৭–৯৮ উয়েফা চ্যাম্পিয়নস লীগ বিজয়ী স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ১৯৯৮ কোপা লিবের্তাদোরেস বিজয়ী ব্রাজিলীয় ক্লাব ভাস্কো দা গামা মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটি নিরপেক্ষ স্থান, টোকিওর জাতীয় স্টেডিয়ামে ৫১,৫১৪ জন সমর্থকের সামনে আয়োজিত হয়েছিল। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় রাউল এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জয়লাভ করেন।[][]

ম্যাচ

বিস্তারিত

রিয়াল মাদ্রিদ
ভাস্কো দা গামা
গো জার্মানি বদো ইলগনার
রা.ব্যা. ইতালি ক্রিস্তিয়ান পানুচ্চি
সে.ব্যা. স্পেন মানুয়েল সানচিস (অধি:)
সে.ব্যা. ১৯ স্পেন ফের্নান্দো সাঞ্জ হলুদ কার্ড ৭৩'
লে.ব্যা. ব্রাজিল রোবের্তো কার্লোস হলুদ কার্ড ১৯'
রা.মি. ১০ নেদারল্যান্ডস ক্লারেন্স সীডর্ফ হলুদ কার্ড ৪৪'
সে.মি. স্পেন ফার্নান্দো হিয়েরো
সে.মি. আর্জেন্টিনা ফের্নান্দো রেদোন্দো
লে.মি. ১১ ব্রাজিল সাভিও ৯০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০'
সে.ফ. যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র যুগোস্লাভিয়া প্রেদ্রাগ মিয়াতোভিচ ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
স্ট্রা. স্পেন রাউল
বদলি:
গো ২৫ স্পেন এদুয়ার্দো আলমান্সা
১২ স্পেন ইবান কাম্পো
২০ স্পেন রোবের্তো রোহাস
১৪ স্পেন গুতি
১৭ ক্রোয়েশিয়া রোবের্ত জার্নি ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
ক্রোয়েশিয়া দাভোর শুকার ৯০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০'
১৫ স্পেন ফের্নান্দো মোরিয়েন্তেস
ম্যানেজার:
নেদারল্যান্ডস গুস হিদিংক
গো ব্রাজিল কার্লোস জের্মানো
রা.ব্যা. ব্রাজিল ভাগনার রোজারিও নুনেস ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
সে.ব্যা. ব্রাজিল ওদভান
সে.ব্যা. ব্রাজিল মৌরো গালভাও (অধি:)
লে.ব্যা. ব্রাজিল ফেলিপে জোর্জে লরেইরো
ডি.মি. ব্রাজিল লুইস কার্লোস কিন্তানিলিয়া হলুদ কার্ড ৩৭'  ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
ডি.মি. ১১ ব্রাজিল গেসিয়াল জোসে দে লিমা হলুদ কার্ড ২৮'
অ্যা.মি. ব্রাজিল জুনিনিয়ো পেরনাম্বুকানো
অ্যা.মি. ১০ ব্রাজিল রামোন মেনেজেস হুবনার ৮৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৯'
সে.ফ. ব্রাজিল ওসমার দোনিজেতে কান্দিদো
সে.ফ. ব্রাজিল লুইজ বোম্বোনাতো গুলার্ত হলুদ কার্ড ৭৫'
বদলি:
গো ১২ ব্রাজিল মার্সিও ফের্নান্দেজ কাজোরলা
১৫ ব্রাজিল আলেক্স সান্দ্রো পিনিয়ো
১৭ ব্রাজিল ভালবার রোয়েল দে ওলিভেইরা ৮৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৯'
৩১ ব্রাজিল ক্লাউদেমির ভিতোর ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
১৮ ব্রাজিল নেলসন দোমিঙ্গেস দে আরাউজো
২০ ব্রাজিল মৌরিসিও পোজ্ঞি ভিলেলা
২৩ ব্রাজিল গুইয়ের্মো দে কাসিও আলভেস ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
ম্যানেজার:
ব্রাজিল আন্তোনিও লোপেস

ম্যাচ অফ দ্য ম্যাচ:
স্পেন রাউল (রিয়াল মাদ্রিদ)

সহকারী রেফারি:
মালয়েশিয়া হালিম আব্দুল হামিদ (মালয়েশিয়া)
জাপান কেইজি কামিয়ারা (জাপান)
চতুর্থ রেফারি:
জাপান হিরোয়ুকি উমেমোটো (জাপান)

ম্যাচের নিয়ম

তথ্যসূত্র

  1. Leme de Arruda, Marcelo (২ জানুয়ারি ২০০৯)। "Toyota Cup – Most Valuable Player of the Match Award"। [[{{subst:#invoke:Redirect|main|Rec.Sport.Soccer Statistics Foundation|RSSSF}}]]। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০০৯ 
  2. "1998: Raúl the difference for Madrid"UEFA.com। Union of European Football Associations। ১ ডিসেম্বর ১৯৯৮। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৪ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:সিআর ভাস্কো দা গামা

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!