১৯০৬ কোপা দেল রে ফাইনাল

১৯০৬ কোপা দেল রে
প্রতিযোগিতা১৯০৬ কোপা দেল রে
তারিখ১০ এপ্রিল ১৯০৬
রেফারিইংল্যান্ড ওয়াটারসন

১৯০৬ সালের কোপা দেল রে ফাইনাল ছিল , স্পেনীয় ফুটবল কাপ প্রতিযোগিতা কোপা দেল রের তৃতীয় ফাইনাল। ম্যাচটি ১৯০৬ সালের ১০ এপ্রিল মাদ্রিদের হিপোড্রোমোতে অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে অ্যাথলেটিক বিলবাও এবং মাদ্রিদ সিএফ প্রতিদ্বন্দ্বিতা করেছিল। অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে পরাজিত করার পর মাদ্রিদ দ্বিতীয়বারের মতো ট্রফিটি লাভ করে।

হিপোদ্রোমো দে কাস্তেয়ানা, ভেন্যু

ম্যাচের বিবরণ

আরো দেখুন

তথ্যসূত্র

 

টেমপ্লেট:Athletic Bilbao matches

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!