এর বেশি ভালোবাসা যায় না

এর বেশি ভালোবাসা যায় না
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকজাকির হোসেন রাজু
প্রযোজকগোলাম কিবরিয়া লিপু
চিত্রনাট্যকারজাকির হোসেন রাজু
কাহিনিকারকাশেম আলী দুলাল
শ্রেষ্ঠাংশে
বর্ণনাকারীকাশেম আলী দুলাল
সুরকার
প্রযোজনা
কোম্পানি
কিবরিয়া ফিল্মস্
পরিবেশককিবরিয়া ফিল্মস্
মুক্তি৩০ আগষ্ট ২০১৩
স্থিতিকাল১৫৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

এর বেশি ভালোবাসা যায় না ২০১৩ সালের বাংলাদেশী রোমান্টিক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু আর প্রযোজনা করেছেন গোলাম কিবরিয়া লিপু কিবরিয়া ফিল্মস্ এর ব্যানারে[]। এই চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সাইমন সাদিক এবং নিঝুম রুবিনা এছাড়া অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন সোহেল খান, রিনা খান সহ আরো অনেকে । চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে ৩০ আগষ্ট ২০১৩ সালে মুক্তি পেয়েছে।[][][]

কাহিনী সংক্ষেপ

কিরনের (নিঝুম রুবিনা) সৎ মা (রিনা খান) সম্পত্তির লোভে কিরনকে জোর করে বিয়ে দিতে চাইলে, কিরন বাসা থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিরন কে পালাতে সাহায্য করলো তার মামা (সোহেল খান), কিরন পালিয়ে ঢাকা চলে আসে তার বান্ধবীর বাসায়, ঐখানেই কিরনের সাথে সম্পর্ক হয় রবির (সায়মন সাদিক)।

শ্রেষ্ঠাংশে

তথ্যসূত্র

  1. "কিবরিয়া ফিল্মস"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৬ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "এর বেশি ভালোবাসা যায় না"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৬ 
  3. শাওন, রাশেদ। "এর বেশি ভালোবাসা যায় না"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২২-১০-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৬ 
  4. "আসছে 'এর বেশি ভালোবাসা যায় না'"www.uttorbangla.com (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৮-২৪। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৬ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!