মনের মতো মানুষ পাইলাম না হচ্ছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী সামাজিক-নাট্যধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেন জাকির হোসেন রাজু এবং দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে প্রযোজনা করেন এনামুল হক আরমান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলি এবং পার্শ্বচরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর, কাজী হায়াৎ, সাবেরি আলম, তারিক আনাম খান ও ডন সহ আরও অনেকে। এটির সুর ও সঙ্গীত পরিচালনায় শফিক তুহিন।[৪]
চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ শুরু হয় ২০১৯ সালের ১৫ জুন।[৫] ২০১৯ সালের ১ আগস্ট চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়। এরপর চলচ্চিত্রটির ট্রেইলার মুক্তি পায় ২০১৯ সালের ৭ আগস্ট। চলচ্চিত্রটি ২০১৯ সালের ১২ আগস্ট মুক্তি পায়।[৬] এটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৩টি বিভাগে পুরস্কৃত হয়।[৭]
২০১৩ সালে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে জাকির হোসেন রাজু চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেন। তখন চলচ্চিত্রটির মহরতও অনুষ্ঠিত হয়েছিল তাদের নিয়ে।[১১][১২][১৩] এরপর, চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হতে দেরি হয়।
২০১৯ সালের মে মাসে তুরস্কেপাসওয়ার্ড এর তিনটি গানের চিত্রগ্রহণ শেষ হবার পর মনের মতো মানুষ পাইলাম না চলচ্চিত্রের দুইটি গান চিত্রায়িত হয়।[১৪][১৫]
২০১৯ সালের ১৫ জুন থেকে চলচ্চিত্রটির মূল দৃশ্যের চিত্রগ্রহণ শুরু হয়।[১৬] ১৭ জুন ঢাকা ক্লাবে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয় চলচ্চিত্রটির মহরত।[১৭][১৮][১৯] ২৫ জুন চলচ্চিত্রটির চিত্রগ্রহণ চলাকালে চলচ্চিত্রটির নায়িকা শবনম বুবলি আহত হন।[২০][২১] পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে ২৬ জুন থেকে চলচ্চিত্রটির চিত্রগ্রহণে অংশ নেন তিনি। ২০১৯ সালের ২৪ জুলাই চলচ্চিত্রটির চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[২২]
"মনের মতো মানুষ পাইলাম না (শিরোনাম সঙ্গীত)" মুক্তির তারিখ: ৮ আগস্ট ২০১৯
"এ খাঁচা ভাঙতে হবে" মুক্তির তারিখ: ৯ আগস্ট ২০১৯
মনের মতো মানুষ পাইলাম না চলচ্চিত্রের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শফিক তুহিন। ২০১৯ সালের ২৮ জুলাই চলচ্চিত্রটির প্রথম গান "কত ভালোবাসি তোরে" ইউটিউবে অবমুক্ত করা হয়।[২৩][২৪][২৫] তারপর ৬ আগস্ট ইউটিউবে মুক্তি পায় চলচ্চিত্রটির দ্বিতীয় গান "প্রাণ জুড়িয়ে যায়"।[২৬] ৮ আগস্ট মুক্তি পায় চলচ্চিত্রটির তৃতীয় গান "মনের মতো মানুষ পাইলাম না।[২৭] এরপর, ৯ আগস্ট ইউটিউবে চলচ্চিত্রটির চতুর্থ গান "এ খাঁচা ভাঙতে হবে" অবমুক্ত করা হয়।[২৮][২৯] চলচ্চিত্রটির মাধ্যমে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক ঘটে মাহতিম শাকিবের।[৩০][৩১]
চলচ্চিত্রের সবগুলো গান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
২০১৯ সালের ১ আগস্ট চলচ্চিত্রটির পোস্টার প্রকাশ করা হয়।[৩২] এরপর, ৭ আগস্ট ইউটিউবে চলচ্চিত্রটির ট্রেলার অবমুক্ত করা হয়।[৩৩][৩৪][৩৫]
২০১৯ সালের ৩০ জুলাই চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের নিকট থেকে ছাড়পত্র লাভ করে।[৩৬][৩৭][৩৮][৩৯]
মুক্তি
চলচ্চিত্রটি ২০১৯ সালের ১২ আগস্ট ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশের ১৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৪০][৪১]
অভ্যর্থনা
বিএমডিবিতে রুম্মন রশিদ খান চলচ্চিত্রের প্রধান চরিত্রের অভিনেতাদের অভিনয়ের প্রশংসা করলেও, সমালোচনা করেন এর নামের সার্থকতা নিয়ে। তিনি লিখেন, "সম্পাদনা, ক্যামেরার কাজ কিংবা সময়ক্ষেপণ করে আরও যত্ন সহকারে এই গল্প নিয়েই আধুনিক চিত্রনাট্যে স্মার্ট একটি ছবি নির্মাণ করতে পারতেন পরিচালক।"[৪২]