লেমিস (লিহাত লেমিস নামেও পরিচত) (জন্ম: ৫ ডিসেম্বর ১৯৯১) বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী এবং বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি অগ্নি, আরো ভালোবাসবো তোমায়, অগ্নি-২, নিয়তি, প্রেমি ও প্রেমি এবং নগর মস্তান নামক চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। তিনি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার কিছু চলচ্চিত্রে বলিউডের কণ্ঠশিল্পী নাকাশ আজিজ এবং সুরকার স্যাভি গুপ্তের সাথে কাজ করেছেন।[১][২][৩][৪][৫]
প্রাথমিক জীবন
ময়মনসিংহে জন্ম হলেও মূলত বেড়ে উঠেছেন ঢাকায়। সপ্তম শ্রেণীতে পড়ার সময়ই তার পরিবার ঢাকায় চলে আসে। শৈশব থেকেই গানের চর্চা লেমিসের। বাল্যকালে ওস্তাদ আমজাদ হোসেন, ওস্তাদ মহিব চৌধুরীর কাছে গানে তালিম নেন তিনি। এরপর ২০০৩ সালে ঢাকায় এসে পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত তালিম নেন ওস্তাদ সঞ্জীব দে’র কাছে।[৬][৭][৮]
কর্মজীবন
বিটিভি রিয়েলি শো নতুন কুঁড়ি অনুষ্ঠানে প্রতিযোগিতা দিয়ে লেমিস এর পর্দায় পদার্পণ হয়। তার অভিষেকের পর ইত্যাদির একটি পর্বে তাকে তুলে ধরা হয়। প্রথম সফলতা আসে ২০১৪ সালে অগ্নি চলচ্চিত্রের শীর্ষ সংগীতটি গেয়ে। এই গানের জনপ্রিয়তা তাকে পরবর্তী কর্মজীবনে সহায়তা করে।।[৯][১০] শাফিক তুহিনের সুর করা তার প্রথম একক এলবাম রিলিজ হয় ২০১৬ সালের ১৪ই ফেব্রুয়ারি, যাতে ছিল তিনটি মৌলিক গান। তিনি মা এবং টার্গেট চলচ্চিত্রেও কাজ করেন (আইটেম গানে নায়লা নাঈম তুলে ধরা হয়)। তিনি ২০১৮ সালে রাত্রির যাত্রী চলচ্চিত্রে "কি যে করো ময়না" শিরোনামে একটি দ্বৈত গান করেন কণ্ঠশিল্পী আসিফ আকবরের সাথে। [১১] ২০১৯ অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সূবর্ণ জয়ন্তী উৎসবে অগ্নি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান লেমিস।[১২][১৩][১৪]
ফিল্মোগ্রাফী
ডিস্কোগ্রাফী
- লেমিস ভলিউম - ১, সহশিল্পী এসআই টুটুল, মাসুম, পংকজ, ডা. ইকবাল (২০০৮)
- পরি, সহশিল্পী আশিক (২০০৮)
- কে তুমি শাকিব খানের সাথে, সহশিল্পী জাহিদ (মিক্স এ্যালবাম, ২০১০)
- লা লা লা সহশিল্পী ডিজে রাহাত (২০১১)
- রাত ১২টা সহশিল্পী শুভ, ডিজে রাহাত (২০১৩)
- প্রেমে পড়েছি (একক, ২০১৫)
- মনের ভিতরে, অল্প কাছে দুরে - সহশিল্পী সাজিদ, (২০১৫)
- না রে না আসিফ আকবর (একক, ২০১৫)
অর্জন
বাচসাস শ্রেষ্ঠ গায়িকা (অগ্নি) পুরস্কার -২০১৪ [১২]
তথ্যসূত্র