ভালো থেকো

ভালো থেকো
পরিচালকজাকির হোসেন রাজু
প্রযোজকজাহিদ হাসান অভি
শ্রেষ্ঠাংশে
সুরকারশফিক তুহিন
স্যাভি গুপ্ত
প্রযোজনা
কোম্পানি
দি অভি কথাচিত্র
পরিবেশকদি অভি কথাচিত্র
মুক্তি৯ ফেব্রুয়ারি ২০১৮
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

ভালো থেকো হল জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ২০১৮ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। দি অভি কথাচিত্রের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনা করেছেন জাহিদ হাসান অভি। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন আরিফিন শুভ, তানহা তাসনিয়াআসিফ ইমরোজ[]

কুশীলব

নির্মাণ

২০১৬ সালের ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। মহরতের পর ছবিটির চিত্রায়ন শুরু হয়। নেপালে ছবির দুটি গানের দৃশ্যায়ন হয়।

২০১৮ সালের জানুয়ারি মাসে ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়[] এবং একই মাসের ছাড়পত্র লাভ করে।[]

সঙ্গীত

ভালো থেকো চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও স্যাভি গুপ্ত। এতে চারটি গান রয়েছে। গানের কথা লিখেছেন জাহিদ হাসান অভি, প্রিয় চট্টোপাধ্যায়জাকির হোসেন রাজু। চলচ্চিত্রের তিনটি গান - "বিয়ে", "হিল" ও "মন দিওয়ানা" ইউটিউবে প্রকাশিত হয়েছে।

গানের তালিকা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."বিয়ে"প্রিয় চট্টোপাধ্যায়স্যাভি গুপ্তসাভি গুপ্ত ও প্রস্মিতা৪:০৩
২."হিল"জাহিদ হাসান অভিস্যাভি গুপ্তস্যাভী গুপ্ত ও গোপিকা৩:৪১
৩."মন দিওয়ানা"জাহিদ হাসান অভিস্যাভি গুপ্তইমরান মাহমুদুল ও গোপিকা৪:৫০

মুক্তি

বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছানোর পর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার তারিখ ধার্য করা হয়। ছবির প্রধান অভিনেতা আরিফিন শুভর জন্মদিন ২ ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তির তারিখ ধার্য করা হলেও পরবর্তীতে প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান অভি ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেন।[]

তথ্যসূত্র

  1. "অবশেষে 'ভালো থেকো'"দৈনিক আমাদের সময়। ৮ ফেব্রুয়ারি ২০১৮। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "শুভ'র জন্মদিনেই আসছে ভালো থেকো"জাগো নিউজ। ২০ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. আফজাল, পান্থ (১ ফেব্রুয়ারি ২০১৮)। "'ভালো থেকো' বড় বাজেট, মৌলিক গল্প আর দুর্দান্ত নির্মাণের ছবি"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "সেন্সরে শুভর 'ভালো থেকো'"দৈনিক ইত্তেফাক। ৪ জানুয়ারি ২০১৮। ৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "সেন্সর ছাড়পত্র পেলো 'ভালো থেকো'"দৈনিক কালের কণ্ঠ। ১৫ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  6. বাবু, মাজহার (১ ফেব্রুয়ারি ২০১৮)। "কাল মুক্তি পাচ্ছে না 'ভালো থেকো'"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!