এবিএম ইলিয়াস

এবিএম ইলিয়াস
১৯৮৬ সালে রাষ্ট্রপতি এরশাদ ও প্রধান বিচারপতির সঙ্গে এবিএম ইলিয়াস
মৃত্যু৪ আগস্ট ২০১৪
আনুগত্য বাংলাদেশ
পদমর্যাদা মেজর জেনারেল
নেতৃত্বসমূহসামরিক সচি- রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ

এবিএম ইলিয়াস একজন বাংলাদেশের সেনা কর্মকর্তা ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক সচিব ছিলেন।[]

সামরিক জীবন

পাকিস্তান সামরিক একাডেমীর ৩৫তম ব্যাচের কমিশন ছিলেন এবিএম ইলিয়াস। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত ৩৩তম আর্টিলারি ব্রিগেডের প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন। [] জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক অভ্যুত্থানের পর তিনি সামরিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। []

১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক সচিবের দায়িত্ব পালন করেন। এরপর তিনি তুরস্কে বাংলাদেশ দূতাবাস প্রতিরক্ষা অ্যাটাচ হিসেবে দায়িত্ব পালন করেন। []

মরণ

৪ আগস্ট ২০১৪ তারিখে এবিএম ইলিয়াস মারা যান। [][]

তথ্যসূত্র

  1. Nation, The New। "Brig Gen Elias passes away"The New Nation (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৮  একের অধিক |archiveurl= এবং |আর্কাইভের-ইউআরএল= উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক |archivedate= এবং |আর্কাইভের-তারিখ= উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক |url-status= এবং |ইউআরএল-অবস্থা= উল্লেখ করা হয়েছে (সাহায্য)
  2. "Brig Gen Elias passes away"The New Nation (ইংরেজি ভাষায়)। ২ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯  একের অধিক |archiveurl= এবং |আর্কাইভের-ইউআরএল= উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক |archivedate= এবং |আর্কাইভের-তারিখ= উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক |url-status= এবং |ইউআরএল-অবস্থা= উল্লেখ করা হয়েছে (সাহায্য)
  3. News Review on South Asia and Indian Ocean (ইংরেজি ভাষায়)। Institute for Defence Studies & Analyses.। ১৯৮২। পৃষ্ঠা 599। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!