ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঝিনাইদহ বা সংক্ষেপে আই.এইচ.টি, ঝিনাইদহ বাংলাদেশের সরকারি মেডিক্যাল ইন্সটিটিউটগুলোর মধ্যে অন্যতম। এটি ২০১২ সালে মাত্র ২৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে।[১]
২০১২ সালে ঝিনাইদহবাসীর জন্য ঝিনাইদহ জেলার মহিশাকুণ্ডুতে একটি মেডিক্যাল ইন্সটিটিউট স্থাপিত হয়। প্রতিষ্ঠালগ্নে এটির ১টি অনুষদে (ল্যাবঃমেডিসিন অনুষদ) মাত্র ২৫+ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে অনুষদের সংখ্যা বৃদ্ধি হয়ে বর্তমানে ৭টি অনুষদে প্রায় ৭০০+ জন শিক্ষার্থী পড়াশুনা করছে।
আই,এইচ,টি তে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে, যেখানে পুরাতন মূল্যবান ও সাম্প্রতিক সংস্করণের বই, জার্নাল এবং সাময়িকীর প্রাচুর্য রয়েছে।প্রায় ৩০০০ সামগ্রী রয়েছে।
আই,এইচ,টি তে সব বিভাগের আলাদা আলাদা গবেষণাগার আছে। এখানে বিভাগ অনুযায়ী বিভিন্ন গবেষণার কাজ সম্পাদনা করা হয়। শিক্ষকমণ্ডলী ও টেকনোলজিস্ট দ্বারা গবেষণাগারগুলো পরিচালনা করা হয়।
আই,এইচ,টি তে নিয়মিতভাবে জনপ্রিয় বার্ষিকী ও সাময়িকী প্রকাশ করা হয়। ইন্সটিটিউটের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাও এতে লিখতে পারেন।
ডিপ্লোমা ইন ফার্মেসী
ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন
ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি
ডিপ্লোমা ইন রেডিওথেরাপি
ডিপ্লোমা ইন রেডিওলোজি এন্ড ইমেজিং
ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি