Share to: share facebook share twitter share wa share telegram print page

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঝিনাইদহ

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঝিনাইদহ
অন্যান্য নাম
আই.এইচ.টি, ঝিনাইদহ
ধরনসরকারি
স্থাপিত২০১২; ১৩ বছর আগে (2012)
প্রতিষ্ঠাতাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষডা. রেজিনা আহমেদ (ভারপ্রাপ্ত)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৭+
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১২+
শিক্ষার্থী৭০০+
স্নাতকডিপ্লোমা ইন ফার্মেসী, ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওথেরাপি, রেডিওলোজী এন্ড ইমেজিং, ডেন্টিস্ট্রি, স্যানেটারি ইন্সপেক্টর শিপ ট্রেইনিং (কার্যক্রম শুরু হয়নি)
স্নাতকোত্তরবিএসসি ইন মেডিক্যাল টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন ফিজিওথেরাপি (কার্যক্রম শুরু হয়নি)
ঠিকানা
হরিনাকুণ্ডু, মহিশাকুণ্ডু
, ,
অধিভুক্তিফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ, স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অব বাংলাদেশ
ওয়েবসাইট[email protected]

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঝিনাইদহ বা সংক্ষেপে আই.এইচ.টি, ঝিনাইদহ বাংলাদেশের সরকারি মেডিক্যাল ইন্সটিটিউটগুলোর মধ্যে অন্যতম। এটি ২০১২ সালে মাত্র ২৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে।[]

ইতিহাস

২০১২ সালে ঝিনাইদহবাসীর জন্য ঝিনাইদহ জেলার মহিশাকুণ্ডুতে একটি মেডিক্যাল ইন্সটিটিউট স্থাপিত হয়। প্রতিষ্ঠালগ্নে এটির ১টি অনুষদে (ল্যাবঃমেডিসিন অনুষদ) মাত্র ২৫+ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে অনুষদের সংখ্যা বৃদ্ধি হয়ে বর্তমানে ৭টি অনুষদে প্রায় ৭০০+ জন শিক্ষার্থী পড়াশুনা করছে।

গ্রন্থাগার

আই,এইচ,টি তে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে, যেখানে পুরাতন মূল্যবান ও সাম্প্রতিক সংস্করণের বই, জার্নাল এবং সাময়িকীর প্রাচুর্য রয়েছে।প্রায় ৩০০০ সামগ্রী রয়েছে।

গবেষণাগার

আই,এইচ,টি তে সব বিভাগের আলাদা আলাদা গবেষণাগার আছে। এখানে বিভাগ অনুযায়ী বিভিন্ন গবেষণার কাজ সম্পাদনা করা হয়। শিক্ষকমণ্ডলী ও টেকনোলজিস্ট দ্বারা গবেষণাগারগুলো পরিচালনা করা হয়।

প্রকাশনা

আই,এইচ,টি তে নিয়মিতভাবে জনপ্রিয় বার্ষিকী ও সাময়িকী প্রকাশ করা হয়। ইন্সটিটিউটের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাও এতে লিখতে পারেন।

বর্তমান অনুষদ ও বিভাগসমূহ

ডিপ্লোমা

  1. ডিপ্লোমা ইন ফার্মেসী
  2. ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন
  3. ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি
  4. ডিপ্লোমা ইন রেডিওথেরাপি
  5. ডিপ্লোমা ইন রেডিওলোজি এন্ড ইমেজিং
  6. ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি

তথ্যসূত্র

  1. "Jhenaidah / শিক্ষাপ্রতিষ্ঠান"। jhenaidah.gov.bd। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২ 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya