ইউনাইটেড কেবল অপারেটর সার্ভিস লিমিটেড হল বাংলাদেশের সবচেয়ে বড় কেবল অপারেটর।[১] প্রকৃতপক্ষে এটি হল কেবল অপারেটরদের একটি সম্মিলিত প্রতিষ্ঠান। এর প্রধান এলাকা হল ঢাকার মেট্রোপলিটন এলাকা। এইসিএস এর রয়েছে ঢাকা শহরের সবচেয়ে বড় অপটিকাল ফাইবার যা ৪০০ কিমি জুড়ে ফাইবার অপটিক কেবল দ্বারা সুসজ্জিত এবং কয়েক ডজন কেবল টেলিভিশন অপারেটর এর সাথে সংযুক্ত রয়েছে। ইউ.সি.এস. দাবি করে, ঢাকার ৫৫ শতাংশ কেবল টিভি মার্কেট শেয়ার তাদের আওতায় রয়েছে।
আওতাভুক্ত এলাকাসমূহ
সরবরাহকৃত চ্যানেলসমূহ
ইউসিএস বর্তমানে ৮২টি চ্যানেল প্রদান করছে যার মধ্যে বিনামূল্যে ও সাবস্ক্রিপশন উভয় রকমের টিভি চ্যানেল রয়েছে| ইউ.সি.এস. বর্তমানে শুধু অ্যানালগ ফরমেটে চ্যানেল প্রদান করছে|
তথ্যসূত্র
বহিঃসংযোগ