আচ্ছা বুড়া (অনু. The Good and the Bad/ভালো খারাপ) হৃষিকেশ মুখার্জি পরিচালিত এবং দীপক পরাশর প্রযোজিত একটি ১৯৮৩ সালের ভারতীয় বলিউড চলচ্চিত্র। ছবিটি মেমদিদির রিমেক (পুননির্মাণ) ছিল, যা হৃষিকেশ মুখার্জিই আবার পরিচালনা করেছিলেন। প্রধান চরিত্রে ছিলেন রাজ বব্বর ও অনিতা রাজ। এতে আমজাদ খান, রঞ্জিত এবং দিনা পাঠকও মুখ্য ভূমিকায় ছিলেন।
গীতিকার রাজেন্দ্র কৃষাণ এবং ইন্দিভারের এবং সুরারোপ করেছেন উষা খান্না।
[১]