অবুঝ সন্তান |
---|
অবুঝ সন্তান চলচ্চিত্রের পোস্টার |
পরিচালক | কামাল আহমেদ |
---|
প্রযোজক | ওহিদ সিদ্দিক শাবানা |
---|
রচয়িতা | ছটকু আহমেদ |
---|
চিত্রনাট্যকার | ছটকু আহমেদ |
---|
কাহিনিকার | আবু সাইদ খান |
---|
শ্রেষ্ঠাংশে | |
---|
সুরকার | সুবল দাস |
---|
চিত্রগ্রাহক | রেজা লতিফ |
---|
সম্পাদক | আমিনুল ইসলাম মিন্টু |
---|
পরিবেশক | এস.এস প্রডাকশন লিঃ |
---|
মুক্তি | ১৯৯৩ |
---|
স্থিতিকাল | ২ ঘণ্টা ৩১ মিনিট |
---|
দেশ | বাংলাদেশ |
---|
ভাষা | বাংলা |
---|
অবুঝ সন্তান ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি পারিবারিক-নাট্যধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কামাল আহমেদ।[১] শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, মান্না, অরুণা বিশ্বাস, রানী, আনোয়ারা, আবুল খায়ের, রওশন জামিল, অনিক, গোলাম সোস্তাফা, অমল বোস, আমীর সিরাজী, দুলারী সহ আরও অনেকে।[১][২][৩]
চলচ্চিত্রটি ১৯৯৩ সালে বাংলাদেশে মুক্তি পায়। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়। এছাড়া চলচ্চিত্রটি একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[৪]
কুশীলব
সঙ্গীত
অবুঝ সন্তান চলচ্চিত্রের গান রচনা করেন গাজী মাজহারুল আনোয়ার ও খোশনুর আলমগীর। গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুবল দাস এবং গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, ও বেবী নাজনীন।
পুরস্কার ও মনোনয়ন
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
তথ্যসূত্র
বহিঃসংযোগ