অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, দেওঘর বা (এইমস কল্যাণী) (বাংলা:অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, দেওঘর) ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহরে একটি উচ্চপ্রযুক্তিগত সরকারী হাসপাতাল ও মেডিকেল বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (ভারত) এর অধীনে স্বায়ত্তশাসিতভাবে কাজ করে। ভারত সরকার ২০১৭ সালে দেওঘরে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস প্রতিষ্ঠার জন্য নীতিমালা অনুমোদন প্রদান করে। প্রকল্পের জন্য ২০১৮ সালে প্রায় ₹১,১০৩ কোটি ($১৫০ মিলিয়ন) কোটি টাকা প্রদান করা হয়। এটি ২০১৯ সালে ভারতে কার্যক্রম শুরু করা ছয়টি এইমস এর মধ্যে একটি।
অধ্যয়ন বিষয়ক
প্রতিষ্ঠানটি ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে[১] ৫০ জন এমবিবিএস শিক্ষার্থীদের প্রথম ব্যাচের সাথে চালু হয়।[২] সৌরভ বর্ষনি ২০২০ সালের মার্চ মাসে পরিচালক নিযুক্ত হন।[৩]
বিদ্যায়তন
এইমস দেওঘরের স্থায়ী বিদ্যায়তনটির নির্মাণ কাজ ২০১৯ সালের ডিসেম্বর মাসে শুরু হয় এবং পিএমএসএসওয়াই-এর তথ্য অনুযায়ী নির্মাণ কাজ ১২% সম্পূর্ণ হয়েছে।[২] প্রত্যাশা করা হচ্ছে, যে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নির্মাণ কাজ সম্পূর্ণ হবে।[৪] মাসে এইমস দেওঘরের বহিরাগত রোগ বিভাগের (ওপিডি) নির্মাণ কাজ ২০২১ সালের মে সম্পূর্ণ হয়, তবে কোভিড-১৯ মহামারীর কারণে এর উদ্বোধনটি বিলম্বিত হয়।[৫] অস্থায়ীভাবে, প্রতিষ্ঠানটি দেওগরের পঞ্চায়েত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (পিটিআই) বিদ্যায়তনে স্থাপন করা হয়েছে, যেখানে ছাত্রাবাস ও পঠনপাঠনের ব্যবস্থা করা হয়েছে।[১]
তথ্যসূত্র
বহিঃসংযোগ